আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রতারণা মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আমিনুর ইসলাম (৫২) উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের কায়ছার আলীর ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, একটি ব্যাংক চেকের প্রতারণা মামলায় অভিযুক্ত আমিনুর ইসলামের আদালতে রায়ে দেড় বছরের সাজা হয়। এরপর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন তিনি। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।