আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে ২০০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদিঘী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লার নজরুল ইসলাম নজুর স্ত্রী রহিমা খাতুন শুটকি (৪২), নশরতপুর ইউনিয়নের মুরইল এলাকার আল মাবুদের ছেলে আল সাফা (২০) ও একই এলাকার মৃত মোক্তব আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সান্তাহার পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) মাছ বাজার সংলগ্ন জনৈক সুমনের পানের দোকানের সামনে নারী মাদক কারবারি রহিমা খাতুন শুটকি গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার জামে মাসজিদের উত্তর পার্শ্বে কাঠাল বাগানের ভিতর দুই ব্যক্তিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে তাদের তল্লাশি করে রহিমা খাতুন শুটকির কাছে থেকে ২০০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও আল সাফা এবং রফিকুল ইসলামের থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।