রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- বাসন থানায় চজ পদ্ধতিতে নির্বাচনসহ নয় দফা দাবীতে গাজীপুর চৌরাস্তায় শুক্রবার বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ ,বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিলেন, আছে এবং থাকবে। জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৭ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের ১৬ বছরে দখলদারি, চাঁদাবাজি হামলা-মামলায় জর্জরিত ছিল বাসন থানাসহ দেশবাসী। যেহেতু বৈষম্যের জের ধরে ফ্যাসিস্টদের পতন হয়েছে তাই ভবিষ্যতে যেন কোন নিরীহ ব্যক্তি হামলা-মামলা কিংবা নিপীড়নের শিকার না হয়। গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারে নয় দফা দাবী প্রস্তাব করেন। দাবী আদায়ে সকল জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তার বক্তব্যে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসকে পীর সাহেব চরমোনাই ঘোষিত চজ পদ্ধতিতে নির্বাচন এবং নয় দফা দাবী বাস্তবায়নের আহবান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন থানার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি এম আরিফুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও গাজীপুর সিটির সাবেক মেয়র প্রাথী আলহাজ্ব মাওলানা গাজী আতাউর রহমান বলেন গাজীপুর সিটিকে দুর্নীতি চাঁদাবাজ, দখলদারি মুক্ত করতে সর্বস্তরের জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। এতে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর-এর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দীন, আন্দোলন নগর সেক্রেটারী মুফতি হুসাইন আহমদ, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের নগর সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, শ্রমিক আন্দোলন নগর সভাপতি ইকবাল হোসেন হাওলাদার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নগর সাধারণ সম্পাদক মাওঃ জাকির হোসেন সাভারি, যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম চৌধুরী, ছাত্র আন্দোলন নগর সভাপতি শেখ মুহাম্মদ জাকারিয়া , নগর প্রচার ও দাওয়াত সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, নগর ছাত্রও যুব বিঃ সম্পাদক এইচ এম নুরুল আমিন,সদস্য মাওঃ নুর হোসাইন,
গণসমাবেশে আরো বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন থানা শাখার দায়িত্বশীল মুফতি ওয়াজকারনী, আলহাজ্ব মুস্তফীজুর রহমান, মাওঃ শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম সোলায়মান আকন,আজিবর রহমান, মুফতি শরফুদ্দিন আল বাহার, মুফতি মুজাম্মেল হাসান মুমতাজ, হাফেজ রফিকুল ইসলাম , মাওঃ শাহদাত হোসেন এড. নুরুল ইসলাম মামুন, খাদিজুল ইসলাম, মুফতি জাকির হোসেন, বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম, সোলাইমান আহম্মেদ সোহেল, নুরুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, সালমান, নব মুসলিম উমর ফারুক, মাহাদী হাসান, মাহাবুব,কে এম আনোয়ার, ডা হাসান, হুমায়ুন, রিয়াদ হোসেন,আনোয়ার হোসেন লিটন, ওয়ার্ড প্রতিনিধি মাওঃ ওবাইদুল্লাহ, মুফতি ইব্রাহীম, মোঃ রফিকুল ইসলাম, হাজী নাসির উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, হাজী সাইফুল মন্ডল, শ্রী শংজয় বাবু, সহযোগী সংগঠনের প্রতিনিধি মাওঃ নিয়ামতুল্লাহ খান, মাও লুৎফর রহমান, আলী আক্কাস,ইকবাল হোসেন আবু সাঈদ প্রমুখ।