গাজীপুর প্রতিনিধি- গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সদর-মেট্রো থানার উদ্যোগে ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লগি-বৈঠার তান্ডবে নৃশংস নারকীয় হত্যাকান্ড (পল্টন ট্রাজেডি দিবস)’র সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডির সকল শহীদের খুনীর ফাঁসির দাবি করা হয়েছে। শনিবার সকালে নগরীর স্থানীয় একটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য প্রবীণ রাজনীতিবিদ আবুল হাসেম খান। সভায় সভাপতিত্ব করেন সদর-মেট্রো থানা জামায়াতের আমীর আমীর মোঃ ছাদেকুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক বায়তুল মাল সেক্রেটারি মাওলানা নাসারুল্লাহ, থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের কামরুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে থানা জামায়াত নেতা ড. আবুল কাশেম খান, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, অধ্যাপক হজরত আলী, সাংবাদিক বেলাল হোসেন, শাহজালাল হোসেন, ফয়সাল ইসলাম, সুমন শরীফ, মোশাররফ হোসেন, নূরে আলম প্রমুখ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
গাজীপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- ৮১৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ