মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক বৃষ্টিতে ভেঙ্গে পড়ায় ব্রিজটি যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। যে কোন মুহূর্তেই ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষ।
সড়কটি ঝুকিপূর্ণ হলেও বাধ্য হয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন সেতু দিয়ে পারাপার হচ্ছে। এতে করে যে কোন মুহূর্তে সড়কের ভাঙ্গা স্থানে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ামোড় এলাকার, মামা ভাগীনা কেনালের সেতুর সংযোগ সড়কটি, দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে গ্রামবাসীরা।
সে সাথে স্থায়ীভাবে কিভাবে সড়কটি সংস্কার করা যায় সে বিষয়ে কাজ করার আশ্বাস দেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান।