ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদিখানে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ গাজীপুরে আদালত পাড়ায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের উপর ডিম নিক্ষেপ গাজীপুরে আজান নিয়ে আপত্তি, সচিব রিমির বিরুদ্ধে বিক্ষোভ ভারত-বাংলাদেশ দুই দেশেরই অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে- পররাষ্ট্র উপদেষ্টা কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ সান্তাহারে ভটভটি-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মিরপুর শাহআলী মাজারে পুলিশের নাকের ডগায় মাদক ব্যবসা বাংলাদেশ-ভারত সুসম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাসের- প্রণয় ভার্মা গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামির ইন্তেকাল মিরপুরের আলোচিত আলমগীর চৌধুরী এখন বিএনপির সক্রিয় কর্মি!

কালিহাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর সোমবার দুপুর ১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য কৃষক। তাঁদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন বলেন, “ইঁদুরের আক্রমণে প্রতি বছর দেশের কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইঁদুর নিধন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কর্মসূচির মাধ্যমে ইঁদুরের আক্রমণ হ্রাস পাবে এবং কৃষকরা তাদের ফসল সুরক্ষিত রাখতে পারবেন।”

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন বলেন, “ইঁদুর নিধন অভিযানের মূল লক্ষ্য ফসলের ক্ষতি কমিয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করা। এর ফলে শুধু কৃষকদের আয়ই বাড়বে না, বরং দেশের খাদ্য নিরাপত্তাও শক্তিশালী হবে।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ইঁদুর আমাদের ফসলের জন্য বড় বাধা, তাই এই অভিযান আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আশীর্বাদস্বরূপ।”

উল্লেখ্য, এই ইঁদুর নিধন অভিযান দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সিরাজদিখানে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

কালিহাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

আপডেট টাইম : ০৭:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর সোমবার দুপুর ১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য কৃষক। তাঁদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন বলেন, “ইঁদুরের আক্রমণে প্রতি বছর দেশের কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইঁদুর নিধন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কর্মসূচির মাধ্যমে ইঁদুরের আক্রমণ হ্রাস পাবে এবং কৃষকরা তাদের ফসল সুরক্ষিত রাখতে পারবেন।”

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন বলেন, “ইঁদুর নিধন অভিযানের মূল লক্ষ্য ফসলের ক্ষতি কমিয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করা। এর ফলে শুধু কৃষকদের আয়ই বাড়বে না, বরং দেশের খাদ্য নিরাপত্তাও শক্তিশালী হবে।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ইঁদুর আমাদের ফসলের জন্য বড় বাধা, তাই এই অভিযান আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আশীর্বাদস্বরূপ।”

উল্লেখ্য, এই ইঁদুর নিধন অভিযান দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।