ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন নারী সাংবাদিকতার এক আলোকবর্তিকা শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি ভারত করেছে : আলতাফ হোসেন চৌধুরী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন? সিরাজদিখানে রাতের অধারে সরকারি গাছ কাটার অভিযোগ বরগুনায় বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত ‘মব-সন্ত্রাস’ বন্ধসহ চার দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ গাইবান্ধার সুন্দরগঞ্জে সেতু আছে, সড়ক নেই — চরম দুর্ভোগে এলাকাবাসী জরুরি বিভাগে ডাক্তার অনুপস্থিত, সেলাই করলেন ওয়ার্ড বয়! মাগুরার মহম্মদপুরে শিক্ষক হান্নানের ক্লাস বর্জনের অভিযোগ

পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় গ্রেফতারকৃত বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে জাহাঙ্গীর হুসাইন ফরাজীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, জাহাঙ্গীর হুসাইন ফরাজী মির্জাগঞ্জ উপজেলার মোতালেব ফরাজীর পুত্র।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনী জাহাঙ্গীর হোসাইন ফরাজীর বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায় অভিযান চলাকালে জাহাঙ্গীর হুসাইন ফরাজীর বাড়িতে দীর্ঘ তল্লাশির পর বাড়ির দুটি ভিন্ন কক্ষে সযত্নে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটককৃত জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

আপডেট টাইম : ০৪:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় গ্রেফতারকৃত বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে জাহাঙ্গীর হুসাইন ফরাজীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, জাহাঙ্গীর হুসাইন ফরাজী মির্জাগঞ্জ উপজেলার মোতালেব ফরাজীর পুত্র।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনী জাহাঙ্গীর হোসাইন ফরাজীর বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায় অভিযান চলাকালে জাহাঙ্গীর হুসাইন ফরাজীর বাড়িতে দীর্ঘ তল্লাশির পর বাড়ির দুটি ভিন্ন কক্ষে সযত্নে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটককৃত জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে।