রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- গাজীপুর সিটির পুবাইল থানা জামায়াতে ইসলামী বারৈবাড়ী শাখার উদ্যোগে এক মত বিনিময় ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খাইরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম, গাজীপুর মহানগরের সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন খান।
সভায় সভাপতিত্ব করেন জিএমপি পুবাইল থানার আমির আশরাফ আলী কাজল। তিনি তার বক্তব্যে দলের উদ্দেশ্য, আদর্শ এবং সম্প্রসারণে দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আমজাদ হোসেন খান দাওয়াতি কার্যক্রমে চিকিৎসক সমাজের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন এবং সাধারণ মানুষের পাশে থেকে মানবসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
সভাটি উপস্থিত নেতাকর্মী ও সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উৎসাহ সৃষ্টি করে।