ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে ২১০ পিস ইয়াবা ও সাড়ে ১১ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ ইউএনও এবং পিআইও’র বিরুদ্ধে ফরিদপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, জিম্মি দশা থেকে উদ্ধার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত খালেদা জিয়া যে কোনো সময়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদপুরে অসহায় রুগীর পাশে দাঁড়ালেন নয়ন সিরাজদিখানে লীজকৃত ফসলী জমির মাটি কাটার অভিযোগ, সংবাদিককে দেখে নেয়ার হুমকি অন্তবর্তী সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরণের সহযোগিতা করবে যুক্তরাজ্য শিয়াল-কুকুরের দখলে ডিবি হারুনের শতকোটির রিসোর্ট! সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

গাজীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময়

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান বলেছেন, পুলিশের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল, পুলিশ দানবে পরিণত হয়েছিল। সরকারের আস্কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ বলেবেড়াত আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে ? পারেনি। তাই এ দাম্বিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো মৃত। আবার পুলিশকে সাহস জাগাতে হবে। যে সাহসী পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। আসামির বিরুদ্ধে লড়াই করবে।
তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের পুলিশের বিরুদ্ধে একটি জিনিস সব সময় বলে দুষ্টের দমন সিষ্টের সেবক। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর সিষ্টের সেবনও করিনি। গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে এসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের দোষ ত্রুটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবতি হয়ে কিছু লিখবেন না।
গত ১১ নভেম্বর টিএনজেড গ্রুপের ৫টি কারখানার শ্রমিকদের আন্দোলনের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনায় ওই কারখানার শ্রমিক ছাড়া অতিরিক্ত কারা ছিল তা খুঁজে বের করবে পুলিশ।
মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদুল হাসান, রিয়াজ উদ্দিন আহমেদ, উপ-পুলিশ কমিশনার আকবর আলী মুনসি, নাজির আহমেদ খান, আলমগীর হোসেন, আবু তোরাব মোঃ সামসুর রহমান, মোঃ ইব্রাহিম খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল, প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ২১০ পিস ইয়াবা ও সাড়ে ১১ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময়

আপডেট টাইম : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান বলেছেন, পুলিশের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল, পুলিশ দানবে পরিণত হয়েছিল। সরকারের আস্কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ বলেবেড়াত আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে ? পারেনি। তাই এ দাম্বিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো মৃত। আবার পুলিশকে সাহস জাগাতে হবে। যে সাহসী পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। আসামির বিরুদ্ধে লড়াই করবে।
তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের পুলিশের বিরুদ্ধে একটি জিনিস সব সময় বলে দুষ্টের দমন সিষ্টের সেবক। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর সিষ্টের সেবনও করিনি। গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে এসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের দোষ ত্রুটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবতি হয়ে কিছু লিখবেন না।
গত ১১ নভেম্বর টিএনজেড গ্রুপের ৫টি কারখানার শ্রমিকদের আন্দোলনের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনায় ওই কারখানার শ্রমিক ছাড়া অতিরিক্ত কারা ছিল তা খুঁজে বের করবে পুলিশ।
মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদুল হাসান, রিয়াজ উদ্দিন আহমেদ, উপ-পুলিশ কমিশনার আকবর আলী মুনসি, নাজির আহমেদ খান, আলমগীর হোসেন, আবু তোরাব মোঃ সামসুর রহমান, মোঃ ইব্রাহিম খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল, প্রমুখ উপস্থিত ছিলেন।