নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে (ক) তফসিল ভুক্ত সরকারি সম্পত্তি সরকারের কোন রকম অনুমতি না নিয়েই দেদারসে কেটে ফেলছেন মজিবর রহমানের ছেলে এনীমুল হক নামের এক ব্যাক্তি।
সরেজমিনে গিয়ে জানাযায়, বাসাইল ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের মোড় সংলগ্ন খালের পাশে বাসাইল মৌজার ৫০৪খতিয়ানের ১৩৭০ নং দাগের ০.২৫ একর নাল জমি লীজ নেন এনীমুল হক। লীজকৃত সম্পত্তির কোন নিয়ম না মেনেই অবৈধ ভাবে ফসলি জমির মাটি কেটে বাড়ী নির্মান ও আশেপাশের ফসলি জমি নষ্ট করছেন তিনি। এমনকি লীজকৃত সম্পত্তির মাটি কাটা নিয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিবেন বলেও হুমকি দেন তিনি।
এলাকাবাসী জানান জমিনটি হলো সরকারী সম্পত্তি আর এটা একটা ভালো ফসলী জমিন আমরা যতদূর যানি সরকারি ফসিল জমিন কাটা যায় না আর এটাতো শুনেছি সে নাকি লীজ নিয়েছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে লীজ নিলে কি সরকারি সম্পত্তি এভাবে কাটা যায়? আমরা স্থানীয়রা থাকার জায়গা পাইনা অথচ অন্য অঞ্চলের লোক হয়ে সিস্টেমের মাধ্যমে জায়গা নিয়ে নেয় এবং অঘটন ঘটায় ।
এ বিষয়ে এনীমুল হক এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সরকারের কাছ থেকে আমি লীজ নিয়েছি সরকার আমাকে ব্যাবহার করতে দিয়েছে।
মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক কে ঐ জমি নিয়ে সংবাদ প্রকাশ করতে নিষেধ করে হুমকি দিয়ে বলেন, আপনারা ঐ জমির কাছে যাবেন না। যদি যান আমি আপনাদের বিরুদ্ধে চাদাবাজির মামলা করবো। পরে তিনি খারাপ ভাষায় কথা বলে ফোন রেখে দেন।
বিষয়টি নিয়ে বাসাইল ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে নায়েব মোঃ শরিফ আহমেদ বলেন আমি বিষয় টি অবগত ছিলাম না এক্ষুনি সেখানে লোক পাঠিয়ে মাটি কাটা বন্ধ করছি।