রেজাউল মোল্লা, গাজীপুর থেকে-
গাজীপুরের টঙ্গীতে অভিযানে ২১০ পিস ইয়াবা ও নগদ সাড়ে ১১ লাখ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তাার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর পূর্ব থানাধীন নিমতলী শিলমুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মো: আনোয়ার (৩৮) মহানগরের ৪৭ নং ওয়ার্ড মরকুন মধ্যপাড়া এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকষ সদস্যরা অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়।
অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, গাজীপুর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম :
গাজীপুরে ২১০ পিস ইয়াবা ও সাড়ে ১১ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৩৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ৮০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ