রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ, মাহবুব গ্রুপ অব ইন্ড্রাস্টিজ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। পোল্ট্রি ফিড, মুরগীর বাচ্চা, কম্পায়িন্স গার্মেন্টস, ফিস ফিড, ফিস ড্রাই (ইতিপূর্বে গোল্ড মেডেল প্রাপ্ত) জাহাজ ব্যবসা, মেলামাইন, হোম ওয়ার, কনজুমার প্রোডাক্ট (চাল, ডাল, আটা, ময়দা, সয়াবিন তেল), জাহাজ শিল্প, ইমপোর্ট এক্সপোর্ট, ফুড এন্ড বেভারেজ, ট্রেডিং সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গাজীপুর সহ সমগ্র বাংলাদেশের মানুষের নিকট আমরা পরিচিত। সূচনালগ্ন থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। বিগত ২৩ বছরে উক্ত প্রতিষ্ঠান দেশের প্রায় ১৪ হাজার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি নিজস্ব প্রোডাক্ট এর মাধ্যমে দেশের কমপক্ষে কয়েক লক্ষ পরিবারকে ব্যবসা করে সাবলম্বী হওয়ায় সর্বোচ্চ ভূমিকা রেখে আসছে। যার দৃষ্টান্ত সরুপ বিগত ২০১৮-২০১৯ হতে ২০২৩-২০২৪ সাল পর্যন্ত টানা ৭ বার গাজীপুর জেলা ও মহানগরীর সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছি। অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান ২০২০-২১ সনের সিআইপি নির্বাচিত হন এবং ব্যক্তিগত ট্যাক্সকার্ডে তিনি দেশের চতুর্থ সেরা করদাতা। আমরা সরকার ঘোষিত ডেইরি আইকন ও মনোসেক্স তোলাপিয়া উৎপাদনে গোল্ড মেডেলিস্ট। আমাদের প্রতিষ্ঠিত স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রায় ২০০০ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন যাবত একটি কুচক্রী মহল মাহবুবু গ্রুপ অব ইন্ড্রাষ্টিজ, বিশ্বাস পোল্ট্রি, এগ্রোটেক সয়া ইন্ডাস্ট্রিজ এবং দেওয়ান মোজাম্মেল হক গংদের হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ মালেক (মালু), মোঃ হাবেল, আঃ ছালাম, মোঃ আরফান মিয়া গোপাল, মোঃ নাদিমুদ্দিন জুয়েল সহ একটি সার্থান্বেষীমহল মামলার ১ নম্বর আসামী মালেক মালুর আর্থিক সহযোগিতায় কাশিমপুরের বিভিন্ন জায়গার যে সকল জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয় সে সকল স্থানে তিনি একটি পক্ষালম্বন করে টাকা এবং সুবিধা আদায় করার জন্যে সাংবাদিক পরিচয়ে সাধারন মানুষদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবজি করে আসছে। এর ধারাবাহিকতায় কাশিমপুর থানার ৩ নং ওয়ার্ডের বারেন্ডার একটি জমি নিয়ে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সংবাদ পত্রে, এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য দেওয়ার মাধ্যমে আমাদেরকে হেয় পতিপন্ন করে আসছে। এ বিষয় গুলো নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলমান আছে। আদালতে মামলা চলমান থাকাবস্থায় মামলার বিষয়বস্তু নিয়ে পত্রিকায় মানহানীকর বক্তব্য প্রকাশ করেছে। হাস্যকর বিষয় হলো গত ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা আমাদেরকে বিএনপি জামায়াতের দোসর বলে রিপোর্ট করত এখন আবার সেই পত্রিকাগুলোই আমাদের আওয়ামী সন্ত্রাসী বলে অভিহিত করছে। সর্বশেষ গত ২১/১১/২০২৪ তারিখে আমাদের প্রতিষ্ঠানের পাশের একটি জমির কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক তদন্তের নোটিশ পেয়ে তারা শীর্ষ সন্ত্রাসী মালেক মালুর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পূর্ব শত্রুতার জের ধরে ফ্যাক্টরী ভাংচুর করার অসৎ উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে দুস্কৃতিকারীরা একতাবদ্ধ হয়ে ধারালো রামদা, চাপাতি, লোহার রড, লাঠিসোটা, ইট পাটকেল ইত্যাদি মারাত্বক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় কাশিমপুর থানাধীন বারেন্ডা সাকিনস্থ মাহবুব গ্রুপের, ফ্রজেন ফুড লিঃ এর প্রধান ফটকের সামনে এসে উত্তেজিত অবস্থায় হৈচৈ করিতে থাকে। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানের প্রধান ফটকে এলোপাথারীভাবে কোপাতে থাকে এবং ভাংচুর করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। ইহা ছাড়াও তারা প্রতিষ্ঠানের ভিতরে অনধিকার প্রবেশ করে ভাংচুর করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। উক্ত মালেক মালু সহ তাদের সহযোগী অজ্ঞতানামা ৫০/৬০ জন সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারালো রামদা, চাপাতি, লোহার রড, লাঠিসোটা দ্বারা আমাদের প্রতিষ্ঠানের ফ্রিজ কন্টেনার, সিসি টিভি ক্যামেরা, আসবাবপত্র এবং বিভিন্ন মালামাল সহ ফ্যাক্টরীর টিনের বাউন্ডারী ওয়াল ভাংচুর করিয়া সর্বমোট ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। উল্লেখিত সন্ত্রাসীসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
শিরোনাম :
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:২১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- ৭৯০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ