পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক লীগ নেতা আবু জাফরের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হাসনে- হেনা নামে এক মহিলার সাথে প্রতারনা করে বলে জানাযায় ।
আবু জাফর মির্জাগঞ্জ উপজেলা কৃষকলীগের সদস্য সচিব।
প্রায় ৪ মাস পূর্বে নলকূপ দেওয়ার আশ্বাস দিয়ে ওই মহিলার নিকট থেকে ৪০ হাজার টাকা নেন কৃষক লীগ নেতা।
কিন্তু অদ্যবধি নলকূপ পায়নি প্রতারনার স্বীকার হাসনে-হেনা।এমনকি টাকাও ফেরত দিচ্ছে না ওই নেতা।
এবিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী হাসনে- হেনা বলেন, নলকূপ তো দিলোই না।
আমার ৪০ হাজার টাকা ও দিচ্ছে না।টাকা চাইলে বিভিন্ন টালবাহানা করে এবং অজুহাত দেখায়।
অভিযুক্ত কৃষকলীগ নেতা আবু জাফরের কাছে জানাতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা ও বানোয়াট ঘটনা। আমি নলকূপ দেওয়ার কথা বলে কারও থেকে কোন টাকা নেয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।