ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপনগর–পল্লবী থানা কমিটি: ত্যাগীদের বঞ্চনা, বিতর্কিতদের দাপট জুলাই হত্যা মামলার আসামিকে প্রত্যায়ন দিলেন জামায়াতের আমির মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন নারী সাংবাদিকতার এক আলোকবর্তিকা শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি ভারত করেছে : আলতাফ হোসেন চৌধুরী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন? সিরাজদিখানে রাতের অধারে সরকারি গাছ কাটার অভিযোগ বরগুনায় বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত ‘মব-সন্ত্রাস’ বন্ধসহ চার দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ গাইবান্ধার সুন্দরগঞ্জে সেতু আছে, সড়ক নেই — চরম দুর্ভোগে এলাকাবাসী

আরশ-তাসনুভার অর্ধবৃত্তে ক্যাপ্টেন

নাদিম আহমেদ অনিক-
তালুকদার সানাউল্লাহ’র রচনা ও সাইদুল ইমনের  পরিচালনায় সাম্প্রতিক রাজধানীর এক শুটিং স্পটে আরশ খান ও তাসনুভা তিশা অভিনিত নাটক ‘অর্ধবৃত্ত’ এর শুটিং সম্পূর্ন হয়েছে।
নাটকটিতে থাকছে মোহন আহমেদের কথা ও সুরে, ওয়াহিদ শাহীনের সঙ্গীত পরিচালনায় ‘মরারে মারবি কতো’ শিরোনামে একটি ফোক গান। গানটিতে কন্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ড ভোকালিস্ট খাদেমুল ইসলাম ক্যাপ্টেন।
ক্যাপ্টেন খবর বাংলাদেশকে বলেন, ‘অর্ধবৃত্ত’ নাটকটি শুধু বিনোদন কনটেন্ট না, আমার কাছে মনে হয়েছে একটি শিক্ষনীয় মেসেজ রয়েছে নাটকটিতে।
আমরা সচারাচর যে সকল নাটক দেখে থাকি তার থেকে অর্ধবৃত্ত একেবারেই আলাদা একটি গল্পের নাটক।
সমাজে একটা নাড়ি তার প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে দিন পার করছেন, পদে পদে ধাপে ধাপে বাধার সম্মুখীন হওয়া, সেখান থেকে উঠে দাঁড়ানো, নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সংসারটাকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা, অন্য দিকে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে নিজের পরিবারকে ভালো রাখার জন্য বিদেশে দিনের পর দিন খেটে বাড়িতে টাকা পাঠানো, নিজের বাবা মারা যাওয়ার পরও বাবার মুখ শেষ বারের মতো দেখার আকুতি, সব কিছু হারিয়ে দেশে ফিরে নিজের ভালবাসাকে খোঁজা। নিজের ভালোবাসার মানুষের কাছে দোষী হয়ে বেঁচে থাকা, ভালোবেসে জীবন কাটিয়ে দেয়া।
আসলে জীবন কি! তার কিছুটা মানে খুঁজে পাওয়া যায় তালুকদার সানা উল্লাহর অর্ধবৃত্তে।
ক্যাপ্টেন আরো জানান, অর্ধবৃত্তে’ গান করতে পেরে ভীষণ ভালো লেগেছে। ছোট বেলায় শিক্ষনীয় নাটক দেখতাম, অর্ধবৃত্ত ঠিক তেমনি।
অসম্ভব সুন্দর ফোক ঘারানার গান থাকছে অর্ধবৃত্তে। আশা করছি সকল শ্রেনী পেশার মানুষের কাছে গানটি ভালো লাগবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপনগর–পল্লবী থানা কমিটি: ত্যাগীদের বঞ্চনা, বিতর্কিতদের দাপট

আরশ-তাসনুভার অর্ধবৃত্তে ক্যাপ্টেন

আপডেট টাইম : ০৭:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
নাদিম আহমেদ অনিক-
তালুকদার সানাউল্লাহ’র রচনা ও সাইদুল ইমনের  পরিচালনায় সাম্প্রতিক রাজধানীর এক শুটিং স্পটে আরশ খান ও তাসনুভা তিশা অভিনিত নাটক ‘অর্ধবৃত্ত’ এর শুটিং সম্পূর্ন হয়েছে।
নাটকটিতে থাকছে মোহন আহমেদের কথা ও সুরে, ওয়াহিদ শাহীনের সঙ্গীত পরিচালনায় ‘মরারে মারবি কতো’ শিরোনামে একটি ফোক গান। গানটিতে কন্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ড ভোকালিস্ট খাদেমুল ইসলাম ক্যাপ্টেন।
ক্যাপ্টেন খবর বাংলাদেশকে বলেন, ‘অর্ধবৃত্ত’ নাটকটি শুধু বিনোদন কনটেন্ট না, আমার কাছে মনে হয়েছে একটি শিক্ষনীয় মেসেজ রয়েছে নাটকটিতে।
আমরা সচারাচর যে সকল নাটক দেখে থাকি তার থেকে অর্ধবৃত্ত একেবারেই আলাদা একটি গল্পের নাটক।
সমাজে একটা নাড়ি তার প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে দিন পার করছেন, পদে পদে ধাপে ধাপে বাধার সম্মুখীন হওয়া, সেখান থেকে উঠে দাঁড়ানো, নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সংসারটাকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা, অন্য দিকে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে নিজের পরিবারকে ভালো রাখার জন্য বিদেশে দিনের পর দিন খেটে বাড়িতে টাকা পাঠানো, নিজের বাবা মারা যাওয়ার পরও বাবার মুখ শেষ বারের মতো দেখার আকুতি, সব কিছু হারিয়ে দেশে ফিরে নিজের ভালবাসাকে খোঁজা। নিজের ভালোবাসার মানুষের কাছে দোষী হয়ে বেঁচে থাকা, ভালোবেসে জীবন কাটিয়ে দেয়া।
আসলে জীবন কি! তার কিছুটা মানে খুঁজে পাওয়া যায় তালুকদার সানা উল্লাহর অর্ধবৃত্তে।
ক্যাপ্টেন আরো জানান, অর্ধবৃত্তে’ গান করতে পেরে ভীষণ ভালো লেগেছে। ছোট বেলায় শিক্ষনীয় নাটক দেখতাম, অর্ধবৃত্ত ঠিক তেমনি।
অসম্ভব সুন্দর ফোক ঘারানার গান থাকছে অর্ধবৃত্তে। আশা করছি সকল শ্রেনী পেশার মানুষের কাছে গানটি ভালো লাগবে।