ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির ভোটাধিকার ফিরে পেতে চায় দেশের মানুষ, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না – মোস্তফা জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের মধ্যে ক্ষোভ জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া- সৈয়দা রিজওয়ানা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিধি ভংগ করে পিডি নিয়োগ বরগুনা নির্বাচন অফিসে ভয়াবহ আগুন টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মামলা মিটফোর্ড হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান শুরু

গাজীপুরে StepUp অ্যাপ- এর প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত

রেজাউল মোল্লা, গাজীপুর- গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অনুপম সুপার মার্কেটের গ্রিন ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে StepUp অ্যাপের দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় ব্যবসায়ীদের বক্তব্য রাখেন, শাপলা ম্যানশন এর সভাপতি আব্দুর রশিদ, অনুপম সুপার মার্কেটের সভাপতি আব্দুল কাদির শেখ, ক্যামেলিয়া সুজ এর স্বাত্বাধিকারী মহাফুজ প্রধান জসিম,ইতালি সুজ এর স্বাত্বাধিকারী সাদিকুর রহমান, মুবিন। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন- মো: রবিউল ইসলাম, আব্দুস সালাম, মো; মাহবুব আলম, সৌম্ম।

বক্তারা বলেন- এখন আর দেশের শীর্ষস্থানীয় জুতার দোকানে যেতে হবে না। আপনার পছন্দের জুতা এখন এক প্ল্যাটফর্মে, মাত্র এক ক্লিকে! StepUp অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন ব্র্যান্ড, নকশা এবং আকারের জুতা এখন আপনার হাতের মুঠোয়। নতুন এই E-marketpiace বাস্তবায়িত হয়েছে Swisscontact এর Prabriddhi প্রকল্পের অর্থায়নে, এবং ARITS ও Exemplary Consulting Limited-এর যৌথ প্রচেষ্টায়। এই উদ্যোগ পাদুকা শিল্পের বাজারকে আরও বিস্তত করবে এবং দেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। StepUp অ্যাপটি ডাউনলোড করে এখনই আপনার পছন্দের জুতা অর্ডার করুন। সহজ, দ্রুত, এবং নিরাপদ – এখন আপনি যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে আপনার পছন্দের জুতা পেয়ে যাবেন। এ উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন এবং এই নতুন উদ্যোগের সফলতা নিয়ে আলোচনা করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির

গাজীপুরে StepUp অ্যাপ- এর প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

রেজাউল মোল্লা, গাজীপুর- গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অনুপম সুপার মার্কেটের গ্রিন ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে StepUp অ্যাপের দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় ব্যবসায়ীদের বক্তব্য রাখেন, শাপলা ম্যানশন এর সভাপতি আব্দুর রশিদ, অনুপম সুপার মার্কেটের সভাপতি আব্দুল কাদির শেখ, ক্যামেলিয়া সুজ এর স্বাত্বাধিকারী মহাফুজ প্রধান জসিম,ইতালি সুজ এর স্বাত্বাধিকারী সাদিকুর রহমান, মুবিন। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন- মো: রবিউল ইসলাম, আব্দুস সালাম, মো; মাহবুব আলম, সৌম্ম।

বক্তারা বলেন- এখন আর দেশের শীর্ষস্থানীয় জুতার দোকানে যেতে হবে না। আপনার পছন্দের জুতা এখন এক প্ল্যাটফর্মে, মাত্র এক ক্লিকে! StepUp অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন ব্র্যান্ড, নকশা এবং আকারের জুতা এখন আপনার হাতের মুঠোয়। নতুন এই E-marketpiace বাস্তবায়িত হয়েছে Swisscontact এর Prabriddhi প্রকল্পের অর্থায়নে, এবং ARITS ও Exemplary Consulting Limited-এর যৌথ প্রচেষ্টায়। এই উদ্যোগ পাদুকা শিল্পের বাজারকে আরও বিস্তত করবে এবং দেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। StepUp অ্যাপটি ডাউনলোড করে এখনই আপনার পছন্দের জুতা অর্ডার করুন। সহজ, দ্রুত, এবং নিরাপদ – এখন আপনি যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে আপনার পছন্দের জুতা পেয়ে যাবেন। এ উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন এবং এই নতুন উদ্যোগের সফলতা নিয়ে আলোচনা করেন।