ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মনপুরা উপজেলায় বিএনপির দোয়া মাহফিল দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল হক মাগুরার শ্রীপুরে বালু ফেলে জমি দখলের অভিযোগ ! মহম্মদপুর হাসপাতাল কর্তৃপক্ষের অসহায়ত্ব প্রকাশ মাগুরায় মাই টিভির সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত মাগুরা বিএডিসি গোডাউন থেকে ডিলারের নামে অবৈধ সার বিক্রি স্থানীয়দের হাতে ধরা, তদন্তে দুর্নীতি-সিন্ডিকেট টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিল উদ্দিন আহমেদের আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক মাদ্রাসা শিক্ষা বৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ সুপারের বিরুদ্ধে

গাজীপুরে StepUp অ্যাপ- এর প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত

রেজাউল মোল্লা, গাজীপুর- গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অনুপম সুপার মার্কেটের গ্রিন ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে StepUp অ্যাপের দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় ব্যবসায়ীদের বক্তব্য রাখেন, শাপলা ম্যানশন এর সভাপতি আব্দুর রশিদ, অনুপম সুপার মার্কেটের সভাপতি আব্দুল কাদির শেখ, ক্যামেলিয়া সুজ এর স্বাত্বাধিকারী মহাফুজ প্রধান জসিম,ইতালি সুজ এর স্বাত্বাধিকারী সাদিকুর রহমান, মুবিন। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন- মো: রবিউল ইসলাম, আব্দুস সালাম, মো; মাহবুব আলম, সৌম্ম।

বক্তারা বলেন- এখন আর দেশের শীর্ষস্থানীয় জুতার দোকানে যেতে হবে না। আপনার পছন্দের জুতা এখন এক প্ল্যাটফর্মে, মাত্র এক ক্লিকে! StepUp অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন ব্র্যান্ড, নকশা এবং আকারের জুতা এখন আপনার হাতের মুঠোয়। নতুন এই E-marketpiace বাস্তবায়িত হয়েছে Swisscontact এর Prabriddhi প্রকল্পের অর্থায়নে, এবং ARITS ও Exemplary Consulting Limited-এর যৌথ প্রচেষ্টায়। এই উদ্যোগ পাদুকা শিল্পের বাজারকে আরও বিস্তত করবে এবং দেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। StepUp অ্যাপটি ডাউনলোড করে এখনই আপনার পছন্দের জুতা অর্ডার করুন। সহজ, দ্রুত, এবং নিরাপদ – এখন আপনি যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে আপনার পছন্দের জুতা পেয়ে যাবেন। এ উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন এবং এই নতুন উদ্যোগের সফলতা নিয়ে আলোচনা করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মনপুরা উপজেলায় বিএনপির দোয়া মাহফিল

গাজীপুরে StepUp অ্যাপ- এর প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

রেজাউল মোল্লা, গাজীপুর- গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অনুপম সুপার মার্কেটের গ্রিন ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে StepUp অ্যাপের দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় ব্যবসায়ীদের বক্তব্য রাখেন, শাপলা ম্যানশন এর সভাপতি আব্দুর রশিদ, অনুপম সুপার মার্কেটের সভাপতি আব্দুল কাদির শেখ, ক্যামেলিয়া সুজ এর স্বাত্বাধিকারী মহাফুজ প্রধান জসিম,ইতালি সুজ এর স্বাত্বাধিকারী সাদিকুর রহমান, মুবিন। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন- মো: রবিউল ইসলাম, আব্দুস সালাম, মো; মাহবুব আলম, সৌম্ম।

বক্তারা বলেন- এখন আর দেশের শীর্ষস্থানীয় জুতার দোকানে যেতে হবে না। আপনার পছন্দের জুতা এখন এক প্ল্যাটফর্মে, মাত্র এক ক্লিকে! StepUp অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন ব্র্যান্ড, নকশা এবং আকারের জুতা এখন আপনার হাতের মুঠোয়। নতুন এই E-marketpiace বাস্তবায়িত হয়েছে Swisscontact এর Prabriddhi প্রকল্পের অর্থায়নে, এবং ARITS ও Exemplary Consulting Limited-এর যৌথ প্রচেষ্টায়। এই উদ্যোগ পাদুকা শিল্পের বাজারকে আরও বিস্তত করবে এবং দেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। StepUp অ্যাপটি ডাউনলোড করে এখনই আপনার পছন্দের জুতা অর্ডার করুন। সহজ, দ্রুত, এবং নিরাপদ – এখন আপনি যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে আপনার পছন্দের জুতা পেয়ে যাবেন। এ উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন এবং এই নতুন উদ্যোগের সফলতা নিয়ে আলোচনা করেন।