ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি-
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাশাইল সড়কের কাশাতলী স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত প্রিয় অধিকারী(৩০) কলাবাড়ী ইউনিয়নের মাছপাড়া গ্রামের পূর্ণেন্দু অধিকারীর ছেলে।
আহতরা হলেন, পিঙ্জুরী ইউনিয়নের আবু জাফরের ছেলে রাজু তালুকদার (২৫) ও একই এলাকার হারুন তালুকদারের ছেলে মোরসালিন তালুকদার (২৫) এবং কলাবাড়ি ইউনিয়নের পরিক্ষিত অধিকারীর ছেলে পলাশ অধিকারী(২৫)।
এ বিষয়ে জানতে চাইলে, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হওয়ার মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে প্রিয় অধিকারী নিহত হন। পরে স্থানীয়রা হতাহত সকলকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রিয়’কে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত রাজু, মোরসালিন ও পলাশকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়।
এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের কাতর। নিহত প্রিয় অধিকারীর বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া/আশীর্বাদ চেয়েছেন নিহতের পরিবার ।