ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে সারজিসের পক্ষ থেকে শীতবস্ত্র পেল ২ হাজার শীতার্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সচিবের বিরুদ্ধে ইসলাম বিরোধী কর্মকান্ডের অভিযোগ আদমদিঘীতে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে এক মাসের কারাদণ্ড সান্তাহারে জন্ম নিবন্ধনকৃত শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে দিল্লির উদ্বেগ সিরাজদিখানে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি সান্তাহারে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের সময় গ্রেপ্তার ৩ গাজীপুরে যুবদল নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ

ভারত-বাংলাদেশ দুই দেশেরই অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে- পররাষ্ট্র উপদেষ্টা

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশ নিয়ে ভারতের চলমান মন-মানসিকতার কারণে দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সার্কের ৪০ বছর উদযাপন উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরামের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে টিম বাংলাদেশে আসবে তাদের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসবেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। কিন্তু ১০ বছরেও তা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা সার্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক মুচকুন্দ দুবেকে উদ্বৃত করে বলেন, সার্ক এখন মৃত, তবে তাকে কবর দেওয়া যেন না হয়। আমিও তার সঙ্গে একমত। এ অঞ্চলের মানুষের জন্যই সার্ককে আমাদের এগিয়ে নিতে হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সারজিসের পক্ষ থেকে শীতবস্ত্র পেল ২ হাজার শীতার্ত

ভারত-বাংলাদেশ দুই দেশেরই অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে- পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ১২:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশ নিয়ে ভারতের চলমান মন-মানসিকতার কারণে দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সার্কের ৪০ বছর উদযাপন উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরামের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে টিম বাংলাদেশে আসবে তাদের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসবেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। কিন্তু ১০ বছরেও তা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা সার্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক মুচকুন্দ দুবেকে উদ্বৃত করে বলেন, সার্ক এখন মৃত, তবে তাকে কবর দেওয়া যেন না হয়। আমিও তার সঙ্গে একমত। এ অঞ্চলের মানুষের জন্যই সার্ককে আমাদের এগিয়ে নিতে হবে।