ইস্রাফিল খান,কোটালীপাড়া (গোপালগঞ্জ)-
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”।এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদের শাপলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, সুখী সম্মৃদ্ধশালী দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। তাই দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছত্তারসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।