ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মনপুরা উপজেলায় বিএনপির দোয়া মাহফিল দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল হক মাগুরার শ্রীপুরে বালু ফেলে জমি দখলের অভিযোগ ! মহম্মদপুর হাসপাতাল কর্তৃপক্ষের অসহায়ত্ব প্রকাশ মাগুরায় মাই টিভির সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত মাগুরা বিএডিসি গোডাউন থেকে ডিলারের নামে অবৈধ সার বিক্রি স্থানীয়দের হাতে ধরা, তদন্তে দুর্নীতি-সিন্ডিকেট টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিল উদ্দিন আহমেদের আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক মাদ্রাসা শিক্ষা বৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ সুপারের বিরুদ্ধে

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

রেজাউল মোল্লা,গাজীপুর- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এম এম নীটওয়্যার লিমিটেডের বন্ধ ঘোষণা কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। এ সময় উত্তেজিত যেতে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটোকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে বিকেলে বাড়ি ফিরে যায়। তবে সোমবার সকালে ফের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি স্থানে সড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্ষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। এখন আবার কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে এসে বিক্ষোভ করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মনপুরা উপজেলায় বিএনপির দোয়া মাহফিল

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ১২:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রেজাউল মোল্লা,গাজীপুর- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এম এম নীটওয়্যার লিমিটেডের বন্ধ ঘোষণা কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। এ সময় উত্তেজিত যেতে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটোকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে বিকেলে বাড়ি ফিরে যায়। তবে সোমবার সকালে ফের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি স্থানে সড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্ষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। এখন আবার কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে এসে বিক্ষোভ করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।