ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক নতুন ব্যাগ নিয়ে বিদ্যালয়ে হাজির ক্ষুদে শিক্ষার্থীদের চমকে দিলেন ইউএনও আড়পাড়া ডিগ্রি কলেজে নিয়োগ বাণিজ্য ও স্বাক্ষর জালিয়াতি  গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ বিশেষ চুক্তিতে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে রেটকোট ফাঁস করেছেন পিডি মঞ্জুরুল হক! ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ শিশু হাসপাতালে মাসুদ রানা ও নান্নুর ভয়ংকর সিন্ডিকেট! ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক; সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে – আমিনুল হক নির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই ১৬ প্রতিষ্ঠান সিলগালা করল বেবিচক মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস বয়সী দুই যজম কন্যা শিশুকে হত্যার অভিযোগ পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের সেই কর্মকর্তাকে বরখাস্ত

বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে অতীতে স্বাগত জানানো হয়নি- সৌদি রাষ্ট্রদূত

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অভিযোগ করে বলেছেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে স্বাগত জানানো হয়নি। তিনি আরো বলেন, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, সৌদি আরবের আরামকো কোম্পানি বাংলাদেশে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিন বার বিনিয়োগের জন্য এসেছিলো, তবে কেউ তাদেরকে অভ্যর্থনা জানায়নি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

এসময় তিনি বলেন, সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। বর্তমানে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি সৌদিতে কাজ করছে। আনুমানিক কোম্পানির সংখ্যা প্রায় ৪৫০টির বেশি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ৩০ লাখ কর্মী। সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান নয়, এর বাইরেও বাণিজ্যসহ আরো নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও ড. এম মাসরুর রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক

বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে অতীতে স্বাগত জানানো হয়নি- সৌদি রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অভিযোগ করে বলেছেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে স্বাগত জানানো হয়নি। তিনি আরো বলেন, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, সৌদি আরবের আরামকো কোম্পানি বাংলাদেশে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিন বার বিনিয়োগের জন্য এসেছিলো, তবে কেউ তাদেরকে অভ্যর্থনা জানায়নি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

এসময় তিনি বলেন, সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। বর্তমানে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি সৌদিতে কাজ করছে। আনুমানিক কোম্পানির সংখ্যা প্রায় ৪৫০টির বেশি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ৩০ লাখ কর্মী। সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান নয়, এর বাইরেও বাণিজ্যসহ আরো নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও ড. এম মাসরুর রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।