ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্ততার প্রস্তাব বিবেচনায় নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে- আমিনুল হক জয়পুরহাটে ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর আলোচিত কাফির লাশ উদ্ধার সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও হামলা: আহত-৫ আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই মিরপুর ইস্টার্ণ হাউজিং ডাইং ফ্যাক্টারিতে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব প্রতারণার মাধ্যমে বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেফতার বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন- মাওলানা ইমতিয়াজ আলম

বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে অতীতে স্বাগত জানানো হয়নি- সৌদি রাষ্ট্রদূত

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অভিযোগ করে বলেছেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে স্বাগত জানানো হয়নি। তিনি আরো বলেন, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, সৌদি আরবের আরামকো কোম্পানি বাংলাদেশে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিন বার বিনিয়োগের জন্য এসেছিলো, তবে কেউ তাদেরকে অভ্যর্থনা জানায়নি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

এসময় তিনি বলেন, সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। বর্তমানে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি সৌদিতে কাজ করছে। আনুমানিক কোম্পানির সংখ্যা প্রায় ৪৫০টির বেশি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ৩০ লাখ কর্মী। সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান নয়, এর বাইরেও বাণিজ্যসহ আরো নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও ড. এম মাসরুর রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার

বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে অতীতে স্বাগত জানানো হয়নি- সৌদি রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অভিযোগ করে বলেছেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে স্বাগত জানানো হয়নি। তিনি আরো বলেন, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, সৌদি আরবের আরামকো কোম্পানি বাংলাদেশে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিন বার বিনিয়োগের জন্য এসেছিলো, তবে কেউ তাদেরকে অভ্যর্থনা জানায়নি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

এসময় তিনি বলেন, সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। বর্তমানে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি সৌদিতে কাজ করছে। আনুমানিক কোম্পানির সংখ্যা প্রায় ৪৫০টির বেশি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ৩০ লাখ কর্মী। সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান নয়, এর বাইরেও বাণিজ্যসহ আরো নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও ড. এম মাসরুর রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।