পঞ্চগড় জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, দেবীগঞ্জ সার্কেল, পঞ্চগড় দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তত্ত্বাবধানে এস আই (নি:)/ মো: বদিউজ্জামান, এস আই / বিধান চন্দ্র রায়, কং/৫৫৭ মো: শহিদুল ইসলাম, কং/৭৬৬ মো: ইমরান হোসেন বোদা থানার জিডি নং -১৭৫, তারিখ -০৪/০১/২০২৫ খ্রি. মূলে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো: সুজন ইসলাম (২০), আটক করে তার পিতা-মো: আব্দুল গফুর, মাতা- মোছা: হাওয়া বেগম, সাং- রামগোবিন্দ হিসাবিয়া, ডাকঘর -পাঁচপীর, থানা-বোদা, জেলা-পঞ্চগড় এর বসতবাড়ির টিনশেড ঘরের ভিতর থেকে একটি ১২৫ সিসি ডিসকভার চোরাই মোটর সাইকেল উদ্ধার করি।
উদ্ধার মোটরসাইকেল ও গ্রেফতার আসামী নিয়ে থানায় হাজির হয়ে যাচাই বাছাই করে জানা যায়। উদ্ধার মোটরসাইকেল টি বোদা থানার মামলা নং-০৯, তারিখ-১৪/১১/২০২৪ খ্রি. ধারা-৩৭৯ পেনাল কোড -১৮৬০ এর চোরাই মোটর সাইকেল।
গত দেড়মাস আগে মোটর সাইকেল টি বোদা উপজেলা প্রশাসন অফিস থেকে চুরি হয়। আসামী ও তার ভাই পলাতক আসামী সুলতান আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।