বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা একটা কাল যুগ পাড় করেছি।যাদের রক্ত ও চোখের পানির বিনিময়ে আমাদের এই অর্জন তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।একটি অবাদ অংশগ্রহন মূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। সংষ্কার না করে প্রশাসনে ফেসিস্টদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবেনা।তিনি বলেন, ভোট কাটাকাটি করে নির্বাচন করার পরিকল্পনা বাদ দিন।আসুন একটা গ্রহণযোগ্য সময়ে সংষ্কারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায় তাদের দ্রুত গ্রেফতার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজো বাস্তবায়ন হয়নি। নতুন করে দেশ স্বাধীন হরছে। জামাতে ইসলামী একটি সুদ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার সকালে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ,
জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড.মোঃ সামিউল হক ফারুকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর জেলার সাবেক আমীর মোঃ আবুল হাশেম খান, ২০২৪এর আন্দোলনেদড় পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্ত, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদ্দিন,গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ হোসেন আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
বিশিষ্ঠ চিকিসৎক ডা.মোহাম্মদ হুমায়ুন কবির খান,
গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সফি উদ্দিন,গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ ফারুক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি,আনিছুর রহমান বিশ্বাস অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,
ইসলামী ছাত্র শিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইয়ুবী, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি এটিএম মুজাহিদুল ইসলাম,কালিয়াকৈর পৌরসভা আমীর মোঃ ইয়াসিন আলী মৃধা, কাপাসিয়া আমীর মাওঃ ফরহাদ হোসেন মোল্লা,কালিগঞ্জ থানা আমীর মাওঃ মাহমুদুল হাসান,শ্রীপুর আমীর মাওলানা নুরুল ইসলাম,মোঃ আলাউদ্দিন প্রমুখ
শিরোনাম :
একটা গ্রহণযোগ্য সময়ে সংষ্কারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই: মিয়া গোলাম পরোয়ার
- রেজাউল মোল্লা, গাজীপুর
- আপডেট টাইম : ০৭:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- ৭৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ