মাগুরার মহম্মদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা – নবম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে ও মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ও ১৫ই জানুয়ারি দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার মালো।
বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ছাত্র-ছাত্রীরা তাদের উদ্ভাবিত বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান।
এসময় মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সোবাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা, তথ্য সেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতু, মহম্মদপুর থানা প্রতিনিধি এসআই মামুন হোসেন, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম তাঁরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
।