ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপনগর–পল্লবী থানা কমিটি: ত্যাগীদের বঞ্চনা, বিতর্কিতদের দাপট জুলাই হত্যা মামলার আসামিকে প্রত্যায়ন দিলেন জামায়াতের আমির মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন নারী সাংবাদিকতার এক আলোকবর্তিকা শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি ভারত করেছে : আলতাফ হোসেন চৌধুরী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন? সিরাজদিখানে রাতের অধারে সরকারি গাছ কাটার অভিযোগ বরগুনায় বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত ‘মব-সন্ত্রাস’ বন্ধসহ চার দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ গাইবান্ধার সুন্দরগঞ্জে সেতু আছে, সড়ক নেই — চরম দুর্ভোগে এলাকাবাসী

বাংলাদেশ-চীন দুই দেশের সম্পর্কের কোন চির ধরবে না: চীন রাষ্ট্রদূত

আব্দুল্লাহ আল শাফী-
অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের গুরুত্ব উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনের সাথে বাংলাদেশের আগের মতই সম্পর্ক থাকবে এবং ভবিষ্যতে সম্পর্কের কোন রকম চির ধরবে না বলে আমি বিশ্বাস করি, বরং দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যেসব চুক্তির বিষয় রয়েছে এগুলি স্বাভাবিক নিয়মে এগোবে। নতুন করে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে যে সব চুক্তির প্রস্তাব দিয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। চীন সবসময় বাংলাদেশের বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে।

তিস্তা প্রকল্পের বিষয়ে আশ্বাস দিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, এই নিয়ে চীন কাজ করে যাচ্ছে, এটার সমাধান করা হবে। তিনি আরো বলেন, ব্রহ্মপুত্র নদীর উপর ইন্ডিয়া যে বাঁধ নির্মাণ করেছে, চীন তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আশা করি ওখানেও দুই দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কাজ করা যাবে।

৫ই আগস্টের ঘটনায় নিহত ও আহতদের চীনের পক্ষ থেকে যে সহযোগিতা করার কথা ছিল তা অব্যাহত থাকবে কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে চীন। আমরা সব সময় বাংলাদেশের জনগণের পাশে আছি।

এদিকে আগামী ২০ জানুয়ারি ৩ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হাসান। এই প্রসঙ্গে ১৫ জানুয়ারী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছিলেন, এই সফরে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ অনেক বিষয়ে আলোচনা হবে। চীন থেকে নেয়া সুদের হার কমানো এবং সময় বৃদ্ধির প্রসঙ্গে আলোচনা করা হবে। বাজেট সহায়তা নিয়েও কথা হবে এছাড়া বিভিন্ন প্রকল্পের সহায়তা নিয়েও কথা হবে।
ঐ সময়ে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীন সরকারের যে ৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল সেই প্রসঙ্গেও আলোচনা হবে।

এসময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপনগর–পল্লবী থানা কমিটি: ত্যাগীদের বঞ্চনা, বিতর্কিতদের দাপট

বাংলাদেশ-চীন দুই দেশের সম্পর্কের কোন চির ধরবে না: চীন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০২:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

আব্দুল্লাহ আল শাফী-
অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের গুরুত্ব উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনের সাথে বাংলাদেশের আগের মতই সম্পর্ক থাকবে এবং ভবিষ্যতে সম্পর্কের কোন রকম চির ধরবে না বলে আমি বিশ্বাস করি, বরং দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যেসব চুক্তির বিষয় রয়েছে এগুলি স্বাভাবিক নিয়মে এগোবে। নতুন করে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে যে সব চুক্তির প্রস্তাব দিয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। চীন সবসময় বাংলাদেশের বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে।

তিস্তা প্রকল্পের বিষয়ে আশ্বাস দিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, এই নিয়ে চীন কাজ করে যাচ্ছে, এটার সমাধান করা হবে। তিনি আরো বলেন, ব্রহ্মপুত্র নদীর উপর ইন্ডিয়া যে বাঁধ নির্মাণ করেছে, চীন তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আশা করি ওখানেও দুই দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কাজ করা যাবে।

৫ই আগস্টের ঘটনায় নিহত ও আহতদের চীনের পক্ষ থেকে যে সহযোগিতা করার কথা ছিল তা অব্যাহত থাকবে কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে চীন। আমরা সব সময় বাংলাদেশের জনগণের পাশে আছি।

এদিকে আগামী ২০ জানুয়ারি ৩ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হাসান। এই প্রসঙ্গে ১৫ জানুয়ারী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছিলেন, এই সফরে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ অনেক বিষয়ে আলোচনা হবে। চীন থেকে নেয়া সুদের হার কমানো এবং সময় বৃদ্ধির প্রসঙ্গে আলোচনা করা হবে। বাজেট সহায়তা নিয়েও কথা হবে এছাড়া বিভিন্ন প্রকল্পের সহায়তা নিয়েও কথা হবে।
ঐ সময়ে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীন সরকারের যে ৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল সেই প্রসঙ্গেও আলোচনা হবে।

এসময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।