ইমরান হোসেন,বরগুনা–
সারাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় লিফলেট বিতরণ করা হয়েছে।
সোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বরগুনা পৌর শহরের দুধ বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার সাবেক আহ্বায়ক আবদুল হালিম মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। তবে এসময় জেলা আওয়ামী লীগের অন্য কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
বাংলাদেশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার জন্য একাধিক প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির লক্ষ্য অবৈধ ও অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
প্রতিবাদ কর্মসূচির লিফলেট প্রচারপত্রে যা রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত স্বদেশভূমি পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং বাংলাদেশের গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে উগ্র-সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান।