নাদিম হায়দার, মুন্সীগঞ্জ–
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পাটাভোগ ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ মোঃ আবদুল্লাহ। অনুষ্ঠানে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন পাটাভোগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম শ্যামল। উক্ত অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক কৃষকরা তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়ার কথা জানান, আড়িয়াল বিলের মামলা থেকে তাদের নাম কর্তনের বিষয় দাবি জানান, গাদিঘাট এলাকার খালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। অনেকে কৃষি কাজ করেও কোনো সরকারি সুবিধা পান না বলে জানান।
উক্ত কৃষক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক কামিল উদ্দিন ভূইয়া ঝন্টু, বিএনপি উপজেলা সভাপতি শহিদুল ইসলাম মৃধা, দপ্তর সম্পাদক সফিউল খান আজম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম, সা. সম্পাদক শেখ অরুণ, ছাত্র দলের উপজেলা সভাপতি শুভ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।