নাদিম হায়দার,মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জ জেলায় ব্যাপক ভাবে বেড়েছে অটোরিকশা ছিনতাই ও চুরির ঘটনা সেই সাথে ঘটছে হত্যার মত ঘটনা। অত্র জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলাগুলো কে দুষ্কৃতকারী চুরির নিরাপদ সড়ক হিসেবে বেছে নিয়েছে এই দুই উপজেলার প্রায়ই ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা গত ২১ জানুয়ারী অটোরিকশা চালাতে গিয়ে নিখোঁজ হয় রোমান নামে এক স্কুল ছাএ নিখোঁজের প্রায় একমাস পর তার লাশ মিলে অভিযুক্ত আসামী সিয়ামের নিজ বাড়ির পুকুর হতে। নিহত রোমানের সন্ধানে মানব বন্ধন করে ছাত্র জনতা এক পযার্য়ে তারা সিরাজদিখান থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যলয়ে ভাংচুর ও করে এতে প্রায় ৯০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয় সিরাজদিখান থানা ভাংচুর করা হয় থানায় অবস্থানরত পাঁচটি গাড়ি এতে ১০ জনের নাম উল্লেখ সহ ৪০/৫০ জন কে অজ্ঞাত করে একটি মামলাও করে সিরাজদিখান থানা পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারী ২৫ ইং রবিবার নিমতলা হাইওয়ের পাশে মর্ডাণ গ্রীন সিটির সংলগ্ন রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আপন নামের এক কিশোরকে। তাকে উদ্ধার করে ট্রিটমেন্ট করার পর জানা যায় সে সিরাজদিখান থানার সন্তোষ পাড়া গ্রামের রঞ্জিত এর ছেলে আপন। তাকে তিনজন উঠতি বয়সের তরুণ ভাড়া করে সেখানে নিয়ে যায় এবং ওকে রুটি বিস্কুট খাইয়ে অচেতন করে সেখানে ফেলে ওর অতটি নিয়ে যায় । এ বিষয়ে আপন এর বাবা রঞ্জিত জানান দুপুরে অপন অটোরিকশা নিয়ে বের হয় তারপর ওর আর খবর পাইনি আপনাদের মাধ্যমে খবর পেয়ে ছুটে আসি ভগবানের কাছে হাজার শুকরিয়া আমার ছেলেকে আমি জীবিত পেয়েছি আমি এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ভগবান আপনাদের মঙ্গল করবেন। বিষয়টি নিয়ে সিরাজদিখান থানার ওসি হাফিজুল ইসলাম বলেন আমরা এ বিষয়ে উপজেলায় সচেতনতা মূলক আলোচনা করবো যাতে শিশুদের এসকল ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখা যায়।