গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ীর মাঠে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাজীপুর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর বারের সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের সভাপতি বিএনপি নেতা এডভোকেট শহীদুজ্জামান, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান মিয়া হান্নু, সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক সুরুজ আহমেদ, আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল।