দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক (অতিরিক্ত দায়িত্বে – দপ্তর সম্পাদক) মো. শাহজাহান চৌধুরীর স্বাক্ষরিত বিবৃতি এ তথ্য জানান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সিদ্ধান্তের অনুমোদন দেন।
রবিবার রাতে ওই বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃত ৬ যুবদল নেতা হলেন ঢাকা মহানগর দক্ষিণের আওয়াতাধীন খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আল ফাহাদ অমিত, শাহবাগ থানা ২০ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মাসুদ রানা ছবি, মতিঝিল থানা যুবদল নেতা আল মাহমুদ রাজ, রমনা থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুল আলম, ১৯ নম্বরওয়ার্ড যুবদল নেতা মাসুদ রানা, এরা গুরুত্বপূর্ণ পদ বহন করা সত্ত্বেও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের সকলকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।