ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড নওগাঁর মহাদেবপুরে হোন্ডা কোম্পানি’র সাইন ১০০ মোটরসাইকেলের উদ্বোধন ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল বিএনপি গণঅধিকার পরিষদ জোট হলে মুন্সীগঞ্জ-৩ আসনে লড়বে মোঃ ফারুক হোসেন গুরুদাসপুর থেকে দেশের প্রথম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ উদ্বোধন ভুক্তভোগীকে মামলা না করতে হুমকির অভিযোগ, যুবদল নেতার দাবি- মীমাংসার জন্য বলেছি নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

শ্রীপুরে খানাখন্দে ভরা নয়নপুর-বরমী সড়ক: শ্রমিক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে তেলিহাটি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ ঘেঁষে নয়নপুর থেকে পূর্ব দিকে এই সড়কটি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হলেও, দীর্ঘ দুই বছর ধরে এটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা এই সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, চলাচল হয়ে পড়ে বিপজ্জনক। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে শ্রমিক, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় রিকশা, অটোরিকশা উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে সংস্কার কাজ শুরু করলেও অজ্ঞাত কারণে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি। স্থানীয়দের মধ্যে ক্ষোভও বাড়ছে দিন দিন।
এ বিষয়ে ব্যবসায়ী এমদাদুল হক বলেন,
“এই রাস্তাটা দিয়ে আমাদের দোকানে মালামাল আনা-নেওয়া করতে ভীষণ কষ্ট হচ্ছে। গাড়ি আসতে চায় না, যারা আসে তারা বাড়তি ভাড়া চায়। ব্যবসায়িক ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।”
স্থানীয় পল্লী চিকিৎসক শামসুল ইসলাম তারেক বলেন,
“আমার ফার্মেসিতে প্রতিদিন রোগী আসে এই সড়ক দিয়েই। অনেক সময় রোগী সময়মতো পৌঁছাতে না পারায় সমস্যার সম্মুখীন হতে হয়। দ্রুত এই রাস্তাটি সংস্কার করা দরকার।”
এ বিষয়ে এলজিইডির শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন,” সড়কটির দুরবস্থার বিষয়টি অবগত আছি। নতুন করে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু হবে। এছাড়াও আমাদের পক্ষ থেকে মেরামত করে চলাচলের উপযোগী করার চেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ একটি সড়ক বছরের পর বছর ধরে অবহেলিত থাকা কাম্য নয়।

ট্যাগস

মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি

শ্রীপুরে খানাখন্দে ভরা নয়নপুর-বরমী সড়ক: শ্রমিক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ

আপডেট টাইম : ০৭:৪২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে তেলিহাটি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ ঘেঁষে নয়নপুর থেকে পূর্ব দিকে এই সড়কটি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হলেও, দীর্ঘ দুই বছর ধরে এটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা এই সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, চলাচল হয়ে পড়ে বিপজ্জনক। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে শ্রমিক, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় রিকশা, অটোরিকশা উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে সংস্কার কাজ শুরু করলেও অজ্ঞাত কারণে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি। স্থানীয়দের মধ্যে ক্ষোভও বাড়ছে দিন দিন।
এ বিষয়ে ব্যবসায়ী এমদাদুল হক বলেন,
“এই রাস্তাটা দিয়ে আমাদের দোকানে মালামাল আনা-নেওয়া করতে ভীষণ কষ্ট হচ্ছে। গাড়ি আসতে চায় না, যারা আসে তারা বাড়তি ভাড়া চায়। ব্যবসায়িক ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।”
স্থানীয় পল্লী চিকিৎসক শামসুল ইসলাম তারেক বলেন,
“আমার ফার্মেসিতে প্রতিদিন রোগী আসে এই সড়ক দিয়েই। অনেক সময় রোগী সময়মতো পৌঁছাতে না পারায় সমস্যার সম্মুখীন হতে হয়। দ্রুত এই রাস্তাটি সংস্কার করা দরকার।”
এ বিষয়ে এলজিইডির শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন,” সড়কটির দুরবস্থার বিষয়টি অবগত আছি। নতুন করে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু হবে। এছাড়াও আমাদের পক্ষ থেকে মেরামত করে চলাচলের উপযোগী করার চেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ একটি সড়ক বছরের পর বছর ধরে অবহেলিত থাকা কাম্য নয়।