আব্দুল্লাহ আল শাফী-
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মহান মে দিবস হচ্ছে শ্রমজীবি মানুষের অধিকারের পক্ষে দৃপ্ত শপথের দিন। মহান মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসাথে মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বাংলাদেশের শ্রমিক শ্রেনীর পাশাপাশি বিশে^র খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মে দিবস শোষকের রক্ষচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা। সাহসের সাথে সত্যের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। বর্তমানে দেশে শ্রমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপিড়িত ও নিস্পেশিত। অন্তবর্তীকালীন সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। আরো প্রচুর শ্রমিক বেকার হওয়ার আশংকায়, উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। অনেক চাকরিচ্যুত শ্রমিক তাদের বকেয়া পাওনা থেকে বঞ্চিত।
চাকরিচ্যুত শ্রমিকদের বকেয়া পাওনা সহ তাদের পুনর্বাসনের বন্দবস্ত ও বন্ধ মিল কারখানা চালুর দাবী জানিয়েছেন। একই সাথে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি। তাছাড়া, ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সহজলভ্য করার ও শ্রমিকদের কার্ড দিয়ে সে দ্রব্য পাওয়ার সু-ব্যবস্থা করার দাবীও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মানুষে মানুষে বৈষম্য, বঞ্চনা, নির্যাতন ও নিস্পেষনের বিপরীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, অধুনিক বাংলাদেশের রুপকার, প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সামিল হতে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।