গত ৩ই মে, রোজ শনিবার, রাজধানীর কাওরানবাজার, হট এন্ড টেস্টি চাইনিজ রেষ্টুরেন্টে ঢাকায় বসবাসকারী পিরোজপুর জেলা, মঠবাড়িয়া উপজেলার যুবকদের নিয়ে, মঠবাড়িয়া যুব ফোরাম,ঢাকা (মযুফো) নামে নতুন একটি যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
অত্র মঠবাড়িয়া যুব ফোরাম,ঢাকা মযুফো এর ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষনা দেয়া হয়, এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন উপদেষ্টামণ্ডলীগন।এই নবগঠিত মঠবাড়িয়া যুব ফোরাম কমিটিতে নির্বাচিত হয়েছেন, সভাপতিঃ এ.কে.এম তৌহিদ, ( সাবেক ছাত্রনেতা ও সিনিয়র ব্যাংকার) সিনিয়র সহ-সভাপতিঃ রাজু আহমেদ রাজা ( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক) সাধারণ সম্পাদক: মো: সোয়েব খান ( সভাপতি, রূপনগর থানা যুবদল) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এনায়েত হোসাইন ফোরকান (সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা) সাংগঠনিক সম্পাদক: ফেরদৌস আহমেদ লিটন (সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: শাহরিয়া মাতুব্বর সুমন ( সাংবাদিক) দপ্তর সম্পাদক: রাসেল সবুজ উল্লেখ্য, রাজপথের ২ পরিক্ষীত রণতুর্যবাদক যুবনেতা মোঃ তসলিম আহসান মাসুম ও মোঃ মোস্তাফিজুর রহমান মঠবাড়িয়া যুবফোরামের নির্বাহী সদস্য নির্বাচিত হন।
উক্ত সংগঠনের উপদেষ্টামণ্ডলী:
জামাল উদ্দিন খান মিলন, ( সহ-সভাপতি কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)
কেএম জোবায়ের এজাজ,
( আহবায়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ)
খলিলুর রহমান খোকন,
( সাবেক সহ-সভাপতি, মঠবাড়িয়া উপজেলা বিএনপি)
সাওগাতুল ইসলাম সাগীর,
( যুগ্ম-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)
অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর ( সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া কল্যাণ সমিতি,ঢাকা।)
এই কমিটির অনুমোদন করেন।
এ সময় উপদেষ্টামণ্ডলী
নবগঠিত মঠবাড়িয়া যুব ফোরাম,ঢাকা এর নেতৃবৃন্দের উদ্দেশ্য দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।
এছাড়াও ঢাকায় বসবাসকারী মঠবাড়িয়ার বিভিন্ন নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।