ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে সারা দেশ জুড়ে প্রতি তিন মাস অন্তর লোক আদালত অনুষ্ঠিত হয়। এবারও ২০২৫ সালের মার্চ মাসের দশ তারিখ, এ বছরের মতো দ্বিতীয় বার লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে ভারতের সারা দেশ জুড়ে। দেশের সাধারন মানুষেকে তাদের মামলার নিষ্পত্তি করে দিতে দেশজুড়ে চলছে তার জোড়ালো প্রচার। ভারতের সুপ্রিম কোর্টের হবু প্রধান বিচারপতি বিআর গাভাই নালসার ফেসবুক পেজে বিশেষ বার্তা দিয়েছেন। সারা দেশের জেলা ও মহকুমা আদালতে মোটর দূর্ঘটনা জনিত মামলা, ইলেকট্রিসিটি, টেলিফোন বিল, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ সংক্রান্ত সহ যে আপোষ নিষ্পত্তিযোগ্য মামলা গুলির নিষ্পত্তি হবে এই দশ মার্চ। দেশের প্রতিটি জেলা আদালতের অধীন ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে যাদের নামে মামলা আছে তাদের কে স্থানীয় থানার মাধ্যমে নোটীশ পাঠিয়ে দশ মে সকাল দশটার মধ্যে কোর্টে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএলএসএ বা লোক আদালতে যে কোন বিবাদ, সেটা স্বামী স্ত্রী বিবাদ বা পাররিবারিক যে কোনো সমস্যা, জমি জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান আদালতে সরাসরি মামলা না করে মেটানো যায় প তারজন্য কোনো উকিল নিয়োগ করতে হয় না। বাদী বিবাদী নিজের বক্তব্য নিজেই জানাতে পারবেন।
ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে বিনামূল্যে আইনী সহায়তা পেয়ে থাকে কোনো মহিলা, শিশু, বেগার, শ্রমিক, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার, শিল্প শ্রমিক, জেল বা সংশোধনাগারে থাকা ব্যাক্তিও।
আদালতে জমে থাকা আপোষ মীমাংসাজনিত মামলা গুলির নিষ্পত্তি হবে দশ মে, পাশাপাশি বাঙ্কের অনাদায়ী ঋণ সংক্রান্ত মামলার নিষ্পত্তিও হবে ঐ দিন। সারা দেশের সাধারন মানুষ যাতে ঐ লোক আদাৈতের সুবিধা পান তার জন্য প্রচার চালানো হচ্ছে সারা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা দফতরের একটি ভাম্রমান প্রচার যান ইতিমধ্যেই রাজের সমস্ত জেলা পরিভ্রমন করেছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা আইনী পরিষেবা দফতরের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক জানান, ১০ মে এবছরের দ্বিতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। সব মানুষ যাতে এর সুবিধা উপভোগ করতে পারেন তারজন্য আমাদের কর্মীরা যেমন ঘুড়ে ঘুড়ে প্রচার করছেন তেমনই সোস্যাল মিডিয়া ব্যাবহার করে জোড়ালো প্রচার চলছে, যাতে সব মানুষ এর সুবিধা পান।