ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশার দৌরাত্ম্য নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে এই সমস্যাটি এমনভাবে বিস্তৃত হয়েছে যে, তা রাজধানীর যানজট ও সড়ক শৃঙ্খলার সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সম্প্রতি রিকশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ‘রিকশা ট্র্যাপার’ নামের একধরনের ধাতব প্রতিবন্ধকতা বসিয়ে যে পরীক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে।তারই ধারাবাহিকতায় মিরপুর ট্রাফিক বিভাগ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই ট্র্যাপার বসাচ্ছে।
সরেজমিনে দেখা যায় মিরপুরের বিভিন্ন পয়েন্টে ট্র্যাপার বসানোর কাজ করছে মিরপুর ট্রাফিক বিভাগ আর কাজের পরিদর্শন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার(পিপিএম-সেবা), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।
মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় – ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় মিরপুর জোনে ২৮ টি স্থানে ট্র্যাপার বসানো হবে। তবে ৮টি স্থানের কাজ খুব দ্রুত শেষ হবে।
মিরপুর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন- আমরা আশা করছি এই রিকশা ট্র্যাপার এর মাধ্যমে ব্যাটারি চালিত রিকশা গুলো মেইন রোডে উঠতে পারবে না এবং এর মাধ্যমে খুব দ্রুত রিকশাগুলোকে একটি সিস্টেমে আনা যাবে। এই রিকশাগুলোর জন্যই মেইন রোডে অনেক দুর্ঘটনা ঘটে।
এছাড়াও তিনি রিকশাচালকদের প্রতি মেসেজ দেন তারা যাতে মেইন রোডে না উঠে একটি নির্দিষ্ট সীমার ভিতরে থাকেন।