ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির ভোটাধিকার ফিরে পেতে চায় দেশের মানুষ, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না – মোস্তফা জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের মধ্যে ক্ষোভ জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া- সৈয়দা রিজওয়ানা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিধি ভংগ করে পিডি নিয়োগ বরগুনা নির্বাচন অফিসে ভয়াবহ আগুন টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মামলা মিটফোর্ড হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান শুরু

ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি,জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থানায় জিডি করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা‌ আসিফ। ছাত্রদল নেতা আসিফ এর স্ত্রী সাবিনা সুলতানা বাদী হয়ে বৃহস্পতিবার (১২ জুন )রাতে মনপুরা থানায় এই জিডি দায়ের করেন । যাহা মনপুরা থানার জিডি নং:৩৩২।

জিডি সূত্রে জানা যায়, ভোলার মনপুরায় ১২(জুন) বৃহস্পতিবার সকাল ৯.৩০শের দিকে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে ছাত্রদল নেতা আসিফের স্ত্রী সাবিনা সুলতানার ফেসবুক একাউন্টে ( তুমি বোন হও আর যা হও অল্প বয়সে বিধবা হওয়ার প্রস্তুতি নেও, অনন্ত তুমি তো জানো আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কতটা ভয়ংকর) । এমন‌ কিছু বার্তার মাধ্যমে হুমকি প্রদর্শন করেন । এ সময়ে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে এসব বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানান ।

জানা‌ যায় হুমকির শিকার হওয়া ছাত্রদল নেতা আসিফ ২নং‌ হাজির ইউনিয়ন ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক। তিনি ২নং হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ আলাউদ্দিনের এর ছেলে । অপর দিকে হুমকিদাতা অন্তর ফরাজী ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ফরাজীর ছোট ছেলে । আব্দুর রহিম ফরাজী উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক ।

ছাত্রদল নেতা আসিফ সাংবাদিকদের বলেন, আমার স্ত্রীর ফেসবুক একাউন্টে মেসেজের মাধ্যমে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অন্তর ফরাজী, তিনি আরো বলেন অন্তর ফরাজীর বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে বাবার নাম বেঁচে তারা নিরীহ মানুষের ওপর হামলা ,লুট এবং চাদাবাজি করে । আমি সচেতন মহল , বিএনপির নেতাকর্মী, এবং প্রসাশনের লোকদের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির

ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি,জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আপডেট টাইম : ০৫:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থানায় জিডি করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা‌ আসিফ। ছাত্রদল নেতা আসিফ এর স্ত্রী সাবিনা সুলতানা বাদী হয়ে বৃহস্পতিবার (১২ জুন )রাতে মনপুরা থানায় এই জিডি দায়ের করেন । যাহা মনপুরা থানার জিডি নং:৩৩২।

জিডি সূত্রে জানা যায়, ভোলার মনপুরায় ১২(জুন) বৃহস্পতিবার সকাল ৯.৩০শের দিকে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে ছাত্রদল নেতা আসিফের স্ত্রী সাবিনা সুলতানার ফেসবুক একাউন্টে ( তুমি বোন হও আর যা হও অল্প বয়সে বিধবা হওয়ার প্রস্তুতি নেও, অনন্ত তুমি তো জানো আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কতটা ভয়ংকর) । এমন‌ কিছু বার্তার মাধ্যমে হুমকি প্রদর্শন করেন । এ সময়ে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে এসব বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানান ।

জানা‌ যায় হুমকির শিকার হওয়া ছাত্রদল নেতা আসিফ ২নং‌ হাজির ইউনিয়ন ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক। তিনি ২নং হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ আলাউদ্দিনের এর ছেলে । অপর দিকে হুমকিদাতা অন্তর ফরাজী ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ফরাজীর ছোট ছেলে । আব্দুর রহিম ফরাজী উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক ।

ছাত্রদল নেতা আসিফ সাংবাদিকদের বলেন, আমার স্ত্রীর ফেসবুক একাউন্টে মেসেজের মাধ্যমে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অন্তর ফরাজী, তিনি আরো বলেন অন্তর ফরাজীর বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে বাবার নাম বেঁচে তারা নিরীহ মানুষের ওপর হামলা ,লুট এবং চাদাবাজি করে । আমি সচেতন মহল , বিএনপির নেতাকর্মী, এবং প্রসাশনের লোকদের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই ।