ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির ভোটাধিকার ফিরে পেতে চায় দেশের মানুষ, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না – মোস্তফা জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের মধ্যে ক্ষোভ জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া- সৈয়দা রিজওয়ানা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিধি ভংগ করে পিডি নিয়োগ বরগুনা নির্বাচন অফিসে ভয়াবহ আগুন টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মামলা মিটফোর্ড হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান শুরু

গিভিংটুইসডে মুভমেন্টের কমিউনিটি ডিরেক্টর হলেন হাসান মাহামুদ

নিজস্ব প্রতিনিধি- বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন গিভিংটুইসডে মুভমেন্টের যুক্ত হয়েছেন সাংবাদিক ও সংগঠক হাসান মাহামুদ। তিনি আগামী দুই বছরের জন্য গিভিংটুইসডে বাংলাদেশ-এর পরিচালক (কমিউনিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

গিভিংটুইসডে বাংলাদেশ সোমবার (১৬ জুন) তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ২১ জুন থেকে ২০২৭ সালের ২০ জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৬ জুন) গিভিংটুইসডে বাংলাদেশ-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বেচ্ছাসেবী এই পদটি বিভিন্ন অঞ্চলে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা, স্বেচ্ছাসেবক কর্মকাণ্ড প্রবর্তন এবং প্রভাবশালী উদ্যোগ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্রধান দায়িত্ব হবে স্থানীয় সম্প্রদায়, প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী গোষ্ঠীর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা। কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট, কর্মশালা এবং সচেতনতা ক্যাম্পেইন আয়োজন ও তত্ত্বাবধান করা। কমিউনিটি ভিত্তিক স্বেচ্ছাসেবীদের নিয়োগ ও ব্যবস্থাপনা করা, যাতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সঠিক সাপোর্ট পায়। এছাড়া স্বেচ্ছাসেবীদের জন্য অর্থবহভাবে কমিউনিটি প্রকল্পে অবদান রাখার সুযোগ সৃষ্টি করা ইত্যাদি দায়িত্ব তিনি ডিরেক্টর (কমিউনিটি) হিসেবে পালন করবেন।

গিভিংটুইসডে মুভমেন্ট একটি বিশ্বব্যাপী উদারতার আন্দোলন, যা মানুষকে দান, স্বেচ্ছাসেবকতা ও দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ভালো কাজ করতে উৎসাহিত করে। এই আন্দোলনে যোগ দিতে একজন ব্যক্তি অ্যাডভোকেট, স্বেচ্ছাসেবক বা তহবিল সংগ্রাহক হিসেবে অবদান রাখতে পারেন। আন্দোলনের সঙ্গে যুক্তরা স্থানীয় ইভেন্ট আয়োজন, সচেতনতা বৃদ্ধি বা চ্যারিটি, ব্যবসা ও কমিউনিটি নেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও নিজের এলাকায় স্থানীয় মুভমেন্টে যোগ দিতে বা নতুন মুভমেন্ট শুরু করতে পারেন।

গিভিংটুইসডে ২০১২ সালে নিউ ইয়র্কের ৯২ স্ট্রিট ওয়াই-তে হেনরি টিমসের উদ্যোগে শুরু হয়। এর সহ-প্রতিষ্ঠাতা সংগঠন ছিলেন জাতিসংঘ ফাউন্ডেশন, এবং এতে সমর্থন ছিল ব্ল্যাক শিপের (BLK SHP)। এটি ব্যক্তি পর্যায়ে তাদের সম্প্রদায়ের প্রতি দান করার জন্য একটি দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন এটি বিশ্বজুড়ে একটি বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে, যা কোটি কোটি মানুষকে উদার কার্যক্রমে একত্রিত করে। গিভিংটুইসডে বিশ্বের ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত একটি বৈশ্বিক আন্দোলন।

গিভিংটুইসডে বাংলাদেশের কান্ট্রি লিডার ও সিইও শাকিল আজাদ মনন বলেছেন, এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন যা উদারতার শক্তিকে উদযাপন করে। হাসান মাহামুদ একজন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী। এটি একটি অবৈতনিক দয়িত্ব, যা তার নেতৃত্বগুণ ও পেশাদার দক্ষতা বিকাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দেয়।

হাসান মাহামুদ বর্তমানে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এর প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এবং বিরল এসএমএ রোগীদের কল্যাণে কাজ করা দেশের একমাত্র সংগঠন কিউর এসএমএ বাংলাদেশ- এই দুটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা ও সামাজিক কাজের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০২৪ সালে শের-ই-বাংলা স্বর্ণপদক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের ‘মিডিয়া ফেলোশিপ ২০২৪’, বাংলাদেশ রাইটার্স গিল্ড বিশেষ সম্মাননা ২০২১ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা ২০১৮ সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির

গিভিংটুইসডে মুভমেন্টের কমিউনিটি ডিরেক্টর হলেন হাসান মাহামুদ

আপডেট টাইম : ১২:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

নিজস্ব প্রতিনিধি- বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন গিভিংটুইসডে মুভমেন্টের যুক্ত হয়েছেন সাংবাদিক ও সংগঠক হাসান মাহামুদ। তিনি আগামী দুই বছরের জন্য গিভিংটুইসডে বাংলাদেশ-এর পরিচালক (কমিউনিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

গিভিংটুইসডে বাংলাদেশ সোমবার (১৬ জুন) তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ২১ জুন থেকে ২০২৭ সালের ২০ জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৬ জুন) গিভিংটুইসডে বাংলাদেশ-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বেচ্ছাসেবী এই পদটি বিভিন্ন অঞ্চলে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা, স্বেচ্ছাসেবক কর্মকাণ্ড প্রবর্তন এবং প্রভাবশালী উদ্যোগ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্রধান দায়িত্ব হবে স্থানীয় সম্প্রদায়, প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী গোষ্ঠীর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা। কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট, কর্মশালা এবং সচেতনতা ক্যাম্পেইন আয়োজন ও তত্ত্বাবধান করা। কমিউনিটি ভিত্তিক স্বেচ্ছাসেবীদের নিয়োগ ও ব্যবস্থাপনা করা, যাতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সঠিক সাপোর্ট পায়। এছাড়া স্বেচ্ছাসেবীদের জন্য অর্থবহভাবে কমিউনিটি প্রকল্পে অবদান রাখার সুযোগ সৃষ্টি করা ইত্যাদি দায়িত্ব তিনি ডিরেক্টর (কমিউনিটি) হিসেবে পালন করবেন।

গিভিংটুইসডে মুভমেন্ট একটি বিশ্বব্যাপী উদারতার আন্দোলন, যা মানুষকে দান, স্বেচ্ছাসেবকতা ও দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ভালো কাজ করতে উৎসাহিত করে। এই আন্দোলনে যোগ দিতে একজন ব্যক্তি অ্যাডভোকেট, স্বেচ্ছাসেবক বা তহবিল সংগ্রাহক হিসেবে অবদান রাখতে পারেন। আন্দোলনের সঙ্গে যুক্তরা স্থানীয় ইভেন্ট আয়োজন, সচেতনতা বৃদ্ধি বা চ্যারিটি, ব্যবসা ও কমিউনিটি নেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও নিজের এলাকায় স্থানীয় মুভমেন্টে যোগ দিতে বা নতুন মুভমেন্ট শুরু করতে পারেন।

গিভিংটুইসডে ২০১২ সালে নিউ ইয়র্কের ৯২ স্ট্রিট ওয়াই-তে হেনরি টিমসের উদ্যোগে শুরু হয়। এর সহ-প্রতিষ্ঠাতা সংগঠন ছিলেন জাতিসংঘ ফাউন্ডেশন, এবং এতে সমর্থন ছিল ব্ল্যাক শিপের (BLK SHP)। এটি ব্যক্তি পর্যায়ে তাদের সম্প্রদায়ের প্রতি দান করার জন্য একটি দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন এটি বিশ্বজুড়ে একটি বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে, যা কোটি কোটি মানুষকে উদার কার্যক্রমে একত্রিত করে। গিভিংটুইসডে বিশ্বের ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত একটি বৈশ্বিক আন্দোলন।

গিভিংটুইসডে বাংলাদেশের কান্ট্রি লিডার ও সিইও শাকিল আজাদ মনন বলেছেন, এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন যা উদারতার শক্তিকে উদযাপন করে। হাসান মাহামুদ একজন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী। এটি একটি অবৈতনিক দয়িত্ব, যা তার নেতৃত্বগুণ ও পেশাদার দক্ষতা বিকাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দেয়।

হাসান মাহামুদ বর্তমানে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এর প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এবং বিরল এসএমএ রোগীদের কল্যাণে কাজ করা দেশের একমাত্র সংগঠন কিউর এসএমএ বাংলাদেশ- এই দুটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা ও সামাজিক কাজের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০২৪ সালে শের-ই-বাংলা স্বর্ণপদক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের ‘মিডিয়া ফেলোশিপ ২০২৪’, বাংলাদেশ রাইটার্স গিল্ড বিশেষ সম্মাননা ২০২১ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা ২০১৮ সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।