নাদিম আহমেদ অনিক-
নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি ও নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে এবং সম্মিলিত ঈদ পুনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির আয়োজনে নওগাঁয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব এর নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে জেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি- এ.এস.এম রায়হান আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার, বিপিএম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন ও নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ- নূরে আলম সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- মোঃ বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি- মোঃ আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক- মোঃ রিফাত হোসাইন সবুজ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী ফাইম, নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক- আসাদুজ্জামান জয় এর পাশাপাশি নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি ও নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট এর সদস্যদের পাশাপাশি জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকাসহ সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সোচ্চার থাকার আহবান জানান সাংবাদিক নেতারা।
সভায় সাংবাদিকদের মান উন্নয়ন লক্ষে মতবিনিময়, অতিথিদের সম্মানতা স্মারক প্রদান, টোকেন লটারীর মাধ্যমে উপস্থিতিদের পুরষ্কৃত, সাংবাদিকদের শুভেচ্ছা পুরষ্কার প্রদান শেষে মধ্যাহ্নভোজ গ্রহণের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।