নাদিম হায়দার, মুন্সীগঞ্জ-
সিরাজদিখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে অর্ধবার্ষিক পরীক্ষা, পরীক্ষার ফি অভিভাবকদের না জানিয়ে বেশি নেয়ায় ক্ষোভ জানিয়েছেন অভিভাকরা।
মঙ্গলবার সকাল ১১.৩০ টার সময় স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ করে অনুপস্থিত রয়েছেন, সহকারী প্রধান শিক্ষক তার মেয়ের এইচএসসি পরীক্ষা থাকায় ছুটিতে আছেন। অভিভাকরা বেতন দিতে এসে বিড়ম্বনায় পরেছেন। এমনকি বুধবার পরীক্ষা থাকায় মঙ্গলবার শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। অনেক অভিভাবক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, গত পরীক্ষায় ফি ছিল ২৫০ টাকা এবার সেই ফি আমাদের না জানিয়ে ৫০০ টাকা ধার্য্য করেছেন, প্রধান শিক্ষক ব্রিলিয়ান্ট পাবলিকেশন এর নিম্নমানের গাইড আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিয়েছে। প্রায়ই নিয়মবহির্ভূত পরীক্ষা নিয়ে থাকেন তাতে শ্রেনিকক্ষে পাঠদান ব্যহত হয়। প্রশাসনের কাছে আমরা এসব কর্মকাণ্ডের সঠিক বিচার চাই।
এবিষয়ে রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষািকা কল্লানী বনিক বলেন অতিরিক্ত পরিক্ষার ফি আদায়ের অভিযোগে আমরা কিছু বলতে পারবোনা এ বিষয়ে হেড স্যার ভালো বলতে পারবে।
সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার মোসা. কামরুন্নাহার জানান, এভাবে পরীক্ষার ফি বাড়নোর কোন নিয়ম নেই এবং যে অনিয়ম সম্পর্কে জানা গেছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব।
প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনকে একাধিকবার ফোন করলে সে রিসিভ না করলে তার বক্তব্য পাওয়া যায়নি।