ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চারজনকে বহিষ্কার করেছে বিএনপি, আর পুলিশ বলছে ‘রাজনৈতিক পরিচয় মেলেনি’ শালিখায় পারিবারিক কলহে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার আহ্বান মিটফোর্ডের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদপুরে সাবেক ডিআইজির বাড়িতে গৃহবধু ধর্ষন নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক নতুন ব্যাগ নিয়ে বিদ্যালয়ে হাজির ক্ষুদে শিক্ষার্থীদের চমকে দিলেন ইউএনও আড়পাড়া ডিগ্রি কলেজে নিয়োগ বাণিজ্য ও স্বাক্ষর জালিয়াতি  গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ বিশেষ চুক্তিতে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে রেটকোট ফাঁস করেছেন পিডি মঞ্জুরুল হক! ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ

শালিখায় পারিবারিক কলহে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু

মাগুরা শালিখায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে স্বামী মিজানুর মোল্লা (৪০) এই হত্যা ঘটনা ঘটান।হত্যার শিকার স্ত্রী সোনালী খাতুন (৩৮) উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দাড়া গ্রামের লতিফ মন্ডলের মেয়ে। বিশ বছর আগে একই উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মিজানুর মোল্লার সঙ্গে পারিবারিক ভাবে তার বিয়ে হয়।তাদের সংসারে ২০ বছর বয়সের ছেলে ও ১১ বছর বয়সের এক টি কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে শালিখা থানার পুলিশ সোনালী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এ হত্যার ঘটনায় সোনালী খাতুনের পরিবার শালিখা থানায় মামলা করবে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ওলি মিয়া।

সোনালীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।নির্যাতন সহ্য করতে না পেরে ২০২১ সালে স্বামীকে, ২০২৩ সালে তার ছেলেকে বাবার বাড়ি ও বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে সৌদি আরবে পাঠায়। দুই বছর না যেতেই দুজনই আবার দেশে ফিরে আসেন। বিদেশ থেকে ফিরে এসে তার স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। শুক্রবার রাত আটটার দিকে স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রাম থেকে তার স্ত্রী সোনালী খাতুনকে ফোন করেন। কিন্তু স্ত্রী ফোন রিসিভ করতে একটু দেরি হয়, পরে রাত নয়টার দিকে স্ত্রী তার স্বামী মিজানুর মোল্লা কে ফোন দেন তখন স্বামী ফোন রিসিভ করেন নাই। পরে স্বামী মিজানুর রহমান চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করেন, স্ত্রী ভয়ে ঘরের দরজা খোলে নাই। এক পর্যায়ে স্বামী মিজানুর মোল্লা ঘরের ওয়াল্ট টপকে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে মারধর শুরু করে এবং ঘরের ভিতরে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। তখন স্ত্রী সোনালী খাতুন ঘরের মেঝে লুটিয়ে পড়েন।ঘরে থাকা তার মেয়ে মদিনার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।পরে প্রতিবেশীরা দেখতে পান সোনালীর রক্তাক্ত দেহ ঘরের মেঝে পড়ে আছে। এদিকে খবর পেয়ে শালিখা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে শালিখা থানার ওসি মোঃওলি মিয়া বলেন, ‘সোনালী খাতুন হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।অভিযুক্ত মিজানুর মোল্লাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে  বলে তিনি জানান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চারজনকে বহিষ্কার করেছে বিএনপি, আর পুলিশ বলছে ‘রাজনৈতিক পরিচয় মেলেনি’

শালিখায় পারিবারিক কলহে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০২:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

মাগুরা শালিখায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে স্বামী মিজানুর মোল্লা (৪০) এই হত্যা ঘটনা ঘটান।হত্যার শিকার স্ত্রী সোনালী খাতুন (৩৮) উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দাড়া গ্রামের লতিফ মন্ডলের মেয়ে। বিশ বছর আগে একই উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মিজানুর মোল্লার সঙ্গে পারিবারিক ভাবে তার বিয়ে হয়।তাদের সংসারে ২০ বছর বয়সের ছেলে ও ১১ বছর বয়সের এক টি কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে শালিখা থানার পুলিশ সোনালী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এ হত্যার ঘটনায় সোনালী খাতুনের পরিবার শালিখা থানায় মামলা করবে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ওলি মিয়া।

সোনালীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।নির্যাতন সহ্য করতে না পেরে ২০২১ সালে স্বামীকে, ২০২৩ সালে তার ছেলেকে বাবার বাড়ি ও বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে সৌদি আরবে পাঠায়। দুই বছর না যেতেই দুজনই আবার দেশে ফিরে আসেন। বিদেশ থেকে ফিরে এসে তার স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। শুক্রবার রাত আটটার দিকে স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রাম থেকে তার স্ত্রী সোনালী খাতুনকে ফোন করেন। কিন্তু স্ত্রী ফোন রিসিভ করতে একটু দেরি হয়, পরে রাত নয়টার দিকে স্ত্রী তার স্বামী মিজানুর মোল্লা কে ফোন দেন তখন স্বামী ফোন রিসিভ করেন নাই। পরে স্বামী মিজানুর রহমান চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করেন, স্ত্রী ভয়ে ঘরের দরজা খোলে নাই। এক পর্যায়ে স্বামী মিজানুর মোল্লা ঘরের ওয়াল্ট টপকে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে মারধর শুরু করে এবং ঘরের ভিতরে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। তখন স্ত্রী সোনালী খাতুন ঘরের মেঝে লুটিয়ে পড়েন।ঘরে থাকা তার মেয়ে মদিনার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।পরে প্রতিবেশীরা দেখতে পান সোনালীর রক্তাক্ত দেহ ঘরের মেঝে পড়ে আছে। এদিকে খবর পেয়ে শালিখা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে শালিখা থানার ওসি মোঃওলি মিয়া বলেন, ‘সোনালী খাতুন হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।অভিযুক্ত মিজানুর মোল্লাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে  বলে তিনি জানান।