ইমরান হোসেন মনির-
৭ আগষ্ট বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
শহরের থানা সড়কে অনুষ্ঠিত এ প্রশিক্ষন কর্মশালায় প্রধাম অতিথি ছিলেন, সংগঠনের বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, বরগুনা-১ আসনে সংগঠনের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ অলিউল্লাহ, পীর সাহেব কেওড়াবুনিয়া।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। প্রধান প্রশিক্ষক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওঃ মোঃ মুহিব্বুল্লা কাজেমী। শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক গোলাম হায়দার স্বপনের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, সংগঠনে জেলা শাখার সিনিঃ সহ-সভাপতি আঃ ছালাম সেলিম, বরগুনা সদর উপজেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম, পাথরঘাটা উপজেলা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, আমতলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম তাং, তালতলী সেক্রেটারী মাওঃ কামাল হোসেন।
প্রশিক্ষন সঞ্চালনায় ছিলেন, সংগঠনের জেলা সেক্রেটারী মাওঃ মুফতি মোঃ ইদ্রিসুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ ইমরান হোসেন মনির।