২০২৪-২০২৫ অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ খ্রি. সকাল ১১ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরী ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দগণ। শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার বিভিন্ন সামগ্রী সহ ৪৬ টা, ভেন্ডিং মেশিন ১৬ টা ও প্রায় ৫০০ শত শিক্ষার্থীর মধ্যে কেডস বিতরণ করা হয়।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, শিক্ষার মান বাড়াতে হবে এবং স্কুল, মাদ্রাসা ও কলেজ এর প্রধান শিক্ষককের তদারকির ভূমিকা বিশেষ ভাবে করতে হবে যাতে করে পাশের হার বৃদ্ধি পায়।
শিরোনাম :
মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ অনুষ্ঠিত
-
মোঃ রনি আহমেদ রাজু :
- আপডেট টাইম : ০৪:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- ৭৮৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ