ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড নওগাঁর মহাদেবপুরে হোন্ডা কোম্পানি’র সাইন ১০০ মোটরসাইকেলের উদ্বোধন ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল বিএনপি গণঅধিকার পরিষদ জোট হলে মুন্সীগঞ্জ-৩ আসনে লড়বে মোঃ ফারুক হোসেন গুরুদাসপুর থেকে দেশের প্রথম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ উদ্বোধন ভুক্তভোগীকে মামলা না করতে হুমকির অভিযোগ, যুবদল নেতার দাবি- মীমাংসার জন্য বলেছি নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

শিক্ষায় বৈষম্য দূর, খেলাধুলা বাধ্যতামূলক- আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানে বাংলাদেশ নতুন পথে হাঁটছে। এখন সময় এসেছে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়।

শনিবার দুপুরে মিরপুর সাড়ে এগারোর রংধনু কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে রূপনগর থানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করে একটি জনগণের সরকার গড়ে তুলবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় ও চতুর্থ ভাষা হিসেবে আরবি, জার্মান, ফরাসি বা স্প্যানিশ শেখানোর উদ্যোগ নেওয়া হবে।”

বইয়ের মান ও দামের প্রসঙ্গে তিনি জানান, অতীতে নিম্নমানের পাঠ্যপুস্তক উচ্চমূল্যে বিক্রি হলেও এখন দাম অর্ধেকে নেমে এসেছে এবং মানোন্নয়ন করা হয়েছে, যা অভিভাবকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

শিক্ষায় বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, “সরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা একই দেশের সন্তান। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পায় না – এটি অযৌক্তিক। বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করা হবে।”

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও কারাবাস করেছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিকেএ চেয়ারম্যান ড. এলএম কামরুজ্জামান, বিশেষ অতিথি বিকেএ মহাসচিব জয়নুল আবেদীন জয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, বিকেএ ভাইস চেয়ারম্যান হামিদুুল ইসলাম মিন্টু, বিকেএ সিনিয়র যুগ্ম মহাসচিব এটিএম অলিউল হাসানাত তুহিন, বিকেএ সাংগঠনিক সচিব আলমগীর হোসেন হেলাল, বিকেএ শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে সোনালী অতীতের খোঁজে হিল্লোল এর আয়োজনে চাইনিজ বার ফুটবল টূর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা মিলন ফুটবল একাডেমি ও শহীদ বাগ ফুটবল একাডেমির মধ্যে মধ্যকার খেলায় মিলন ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। গোল দাডা মিলন ও খলিল। সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক ও এ খেলায় অংশ নেন।

ট্যাগস

মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি

শিক্ষায় বৈষম্য দূর, খেলাধুলা বাধ্যতামূলক- আমিনুল হক

আপডেট টাইম : ০২:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানে বাংলাদেশ নতুন পথে হাঁটছে। এখন সময় এসেছে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়।

শনিবার দুপুরে মিরপুর সাড়ে এগারোর রংধনু কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে রূপনগর থানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করে একটি জনগণের সরকার গড়ে তুলবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় ও চতুর্থ ভাষা হিসেবে আরবি, জার্মান, ফরাসি বা স্প্যানিশ শেখানোর উদ্যোগ নেওয়া হবে।”

বইয়ের মান ও দামের প্রসঙ্গে তিনি জানান, অতীতে নিম্নমানের পাঠ্যপুস্তক উচ্চমূল্যে বিক্রি হলেও এখন দাম অর্ধেকে নেমে এসেছে এবং মানোন্নয়ন করা হয়েছে, যা অভিভাবকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

শিক্ষায় বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, “সরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা একই দেশের সন্তান। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পায় না – এটি অযৌক্তিক। বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করা হবে।”

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও কারাবাস করেছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিকেএ চেয়ারম্যান ড. এলএম কামরুজ্জামান, বিশেষ অতিথি বিকেএ মহাসচিব জয়নুল আবেদীন জয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, বিকেএ ভাইস চেয়ারম্যান হামিদুুল ইসলাম মিন্টু, বিকেএ সিনিয়র যুগ্ম মহাসচিব এটিএম অলিউল হাসানাত তুহিন, বিকেএ সাংগঠনিক সচিব আলমগীর হোসেন হেলাল, বিকেএ শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে সোনালী অতীতের খোঁজে হিল্লোল এর আয়োজনে চাইনিজ বার ফুটবল টূর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা মিলন ফুটবল একাডেমি ও শহীদ বাগ ফুটবল একাডেমির মধ্যে মধ্যকার খেলায় মিলন ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। গোল দাডা মিলন ও খলিল। সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক ও এ খেলায় অংশ নেন।