শাহ আলম, টাঙ্গাইল-
টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবসহ আশপাশের এলাকায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী সহ ৩৪জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১২ আগস্ট) দিনগত রাতে তাদের গ্রেপ্তারকালে জুয়া খেলার তাস, নগদ টাকা এবং সামান্য পরিমান গাঁজা ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়। বিষয়টি শহরে ‘টক্ অব দ্যা টাউন’ এ পরিনত হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এ সময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ নগদ টাকা, জুয়া খেলার ১৬ সেট তাস, সামান্য পরিমান গাঁজা ও বিদেশি মদের দুইটি খালি বোতল এবং সবার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রাতেই সেনাবাহিনী গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তানান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও শহরের পাতুলিয়াপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মো. আজগর আলী(৫০), কালিবাড়ী এলাকার বিধুন ভূষণ লক্ষ্মীর ছেলে রক্ষিত ওরফে বিশ্বজিৎ(৫৫), পূর্ব আদালত পাড়ার মরহুম আব্দুস সবুর খানের (বীরবিক্রম) ছেলে মো. শাহ আলম খান মিঠু(৫৫), মৃত রফিক উদ্দিনের ছেলে মোশারফ উদ্দিন(৫০), আলীমের ছেলে রফিকুল(৫৫), ফেরদৌসের ছেলে হাসান আলী(৫০), মৃত রফিকের ছেলে সিরাজুল(৪৫), বিশ্বাস বেতকা এলাকার হাজী মো. ওমর আলীর ছেলে মো. আব্দুর রশিদ(৫৫), একই এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. শিপন(৫৮), মৃত শওকতের ছেলে মহব্বত আলী(৫৫), মৃত জসিমের ছেলে রফিক(৪০), রউফের ছেলে আশিকুর রহমান(৪৬), মৃত গফুরের ছেলে আখতারুজ্জামান(৪৩), আকুর টাকুর পাড়ার মৃত খাদেম আলীর ছেলে মো. মঈন খান(৬০), একই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে শফিকুল ইসলাম(৬০), মৃত জসিম উদ্দিনের ছেলে কবির হোসেন(৫০), মৃত মজিদের ছেলে জাহিদ(৪৪), শহরের থানাপাড়ার মৃত বদিল আহমেদের ছেলে শাহিন আহমেদ(৫০), একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আবু জাফর খান(৪৪), মনিরুজ্জামানের ছেলে প্রিন্স খান(৬৫), মৃত সৈয়দ কামরুলের ছেলে সৈয়দ শামসুদ্দোহা(৪৫), পাড়দিঘুলিয়ার মৃত কোবাদ আলীর ছেলে মো. জসিম উদ্দিন(৫৭), গোলাম রব্বানীর ছেলে সাদেকুর(৫০), শহরের সাবালিয়া এলাকার মৃত মন্টু ঘোষের ছেলে বিশ্বনাথ ঘোষ ওরফে ফালু(৫৪), একই এলাকার মিনহাজের ছেলে একেএম মাসুদ(৫৫), বেপারীপাড়ার মৃত নুরুল আমিনের ছেলে এসএম ফরিদ আমিন(৫৫), আদি টাঙ্গাইল এলাকার মৃত সেফাত আলীর ছেলে শফিক(৫২), আশেকপুর এলাকার মৃত শওকতের ছেলে আরমান(৪৩), শহরের ছয়আনী পুকুরপাড় এলাকার মিরাজুলের ছেলে শামসুল(৫৬), সদর উপজেলার শিল্পাঞ্চল করটিয়ার মৃত ইসমাইলের ছেলে মোস্তফা কামাল(৫৮), একই উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বরাট গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে হাবিল উদ্দিন(৪০), বানিয়াবাড়ী গ্রামের বিজুর ছেলে বিশ্বজিৎ(৪৫), কাজীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম(৪৫) এবং খুদের যুগনী গ্রামের আব্দুল কাদেরের ছেলে গোলাম মওলা(৪৮)।
গ্রেপ্তাররা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বেশকিছু দিন ধরে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর তত্ত্বাবধানে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর চালানো হচ্ছিল। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত লাখ লাখ টাকার জুয়া খেলা হতো। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহম্মেদ জানান, উল্লেখিত ব্যক্তিদের আটক করে যৌথবাহিনী থানায় সোপর্দ করে। পরে তাদের নামে জুয়া সংক্রান্ত আইনে মামলা দায়ের করে বুধবার(১৩ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।