মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়েছেন সাংবাদিক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করেছেন তার পরিবার ও সহকর্মীরা।
মুক্তির পর এক প্রতিক্রিয়ায় শান্ত বলেন, “আমি সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতা চালিয়ে যাবো। মিথ্যা মামলা কিংবা হয়রানি আমাকে দমাতে পারবে না।”
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্ত’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।