তিন মামলায় জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার করা হলো এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে। ডিবির ওসি’র নেতৃত্বে একদল ডিবি পুলিশ মঙলবার সকাল ১১টায় পাবনা জেলগেট থেকে তাকে গ্রেফতার করে । এ সময় সাংবাদিকরা ডিবির ওসি’র কাছে তাকে গ্রেফতারর কারন জানতে ওসি বলেন, চাটমোহর থানার ওসি সাংবাদিক মোবারককে গ্রেফতারের জন্য রিকুইজিশন লেটার পাঠিয়েছেন। চাটমোহর থানার ওসিকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে চাটমহোর থানার অসি মোবারক বিশ্বাসের নামে কোন মামলা নেই বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান বলেছেন আমার কিছু করার নাই, এসপি সাহেবকে বলেন। এসপি মোরতোজা আলী খান অফিসে নেই। তিনি ঢাকায় গেছেন। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। প্রায় ৬মাস যাবত মোবারক বিশ্বাস জেল খানায় আবদ্ধ রয়েছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় তার মামলা দেখানো হচ্ছে। ইতিপূর্বে মোবারক বিশ্বাসের বিরুদ্ধে একই ভাবে তিনটি মামলা দেয়া হয়েছে। সবকটি মামলা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।সবগুলো মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। জেল থেকে বের হওয়ার পরপরই আবার জেল গেট থেকে মঙলবার সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। মোবারক বিশ্বাসের দোষ সে সত্য প্রকাশে কারো সাথে আপোষ করেনা। সত্য সংবাদ প্রকাশ করার কারণে তার এই পরিণতি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার কালে পুলিশ সেটা বলতে পারে নি। গ্রেফতারের পর দুপুর ২টার দিকে ডিবি পুলিশ জানায় চলতি বছর ৩ জানুয়ারি চাটমোহর থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় মোবারক বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যার নং ৩।
মোবারক বিশ্বাসকে কোন অদৃশ্য শক্তির ইশারায় হয়রানি করা হচ্ছে পুলিশ সেটা বলছে না । পুলিশ শুধু বলছে আমাদের কিছুই করার নাই। আমরা হুকুমের দাশ।
তাহলে কি চক্রান্ত, যড়যন্ত্র ও মিথ্যার কাছে সত্য হেরে যাবে? এটাই আজ প্রশ্ন পাবনা সাংবাদিক মহলের।