পটুয়াখালীর মির্জাগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গন অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ডিপি নুরুল ইসলাম নূরের উপর সেনাবাহিনী /পুলিশ জাতীয় পার্টির সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা গন অধিকার পরিষদের উদ্যোগে গত শনিবার ৩০ শে আগস্ট বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক দুলাল ফকির, সদস্য সচিব, ফজলুল করিম, যুগ্ন আহবায়ক, মতিন ফরাজি, যুগ্মআহবায়ক, মোছাম্মৎ জান্নাতি, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক, মোহাম্মদ ইমরান প্রমুখ।