আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি প্রোডাকশনস এর প্রতিষ্ঠাতা বিবি রাসেলকে আজীবন সম্মাননা, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু,কন্ঠশিল্পী খুরশীদ আলম,টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুল আজিজ ও কন্ঠশিল্পী রফিকুল আলমকে আজীবন সম্মাননা এবং একই সাথে উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রমোটরদের নিয়ে কাজ করা এই সংগঠনটি দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের দিয়ামনি ই – কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড -২০২৫ প্রদান করেছে।
এ উপলক্ষে শুক্রবার ২৯ আগষ্ট সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যাক্তিত্ব, উদ্যোক্তা ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যানের মো. মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি প্রোডাকশনস এর প্রতিষ্ঠাতা বিবি রাসেল ।অনুষ্ঠানটি উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগীত শিল্পী খুরশীদ আলম ,টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুল আজিজ, সংগীত শিল্পী রফিকুল আলম,সংগীত শিল্পী আগুন, রবি চৌধুরী,এস ডি রুবেল,
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সভাপতি ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, দৈনিক কালের সমাজ এর বার্তা প্রধান এ জিহাদুর রহমান জিহাদ ।
যাদেরকে সম্মাননা প্রদান করা হয় -রবি চৌধুরী শ্রেষ্ঠ সংগীত শিল্পী, ইকবাল বাহার জাহিদ সভাপতি ও প্রতিষ্ঠাতা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন,এ জিহাদুর রহমান জিহাদ বার্তা প্রধান -দৈনিক কালের সমাজ,শুভ্রত -টিভি ও চলচ্চিত্র অভিনেতা,মুকিত জাকারিয়া -মডেল ও অভিনেতা ,রুনা খান বেস্ট একট্রেস,মন্দিরা চক্রবর্তী বেস্ট একট্রেস,আচল আখি -চলচ্চিত্র অভিনেত্রী ,মারিয়া মিম স্টাইলিস্ট মডেল ও অভিনেত্রী,তমা রশিদ উপস্হাপিকা,ইভান শাহরিয়ার সোহাগ শ্রেষ্ঠ নৃত্য পরিচালক,বুলবুল টুম্পা
মডেল, কোরিওগ্রাফার এন্ড ট্রেনার,
শিরীন শিলা ও আবদুল মুহায়মিন সাজিল বেস্ট সেলিব্রেটি কাঁপল,গৌতম সাহা ফ্যাশন কোরিওগ্রাফার ,বারিশ হক
বেস্ট ইনফ্লুয়েন্সার, প্রিয়াংকা জামান মডেল ,অভিনেত্রী ও নৃত্য শিল্পী,সোনিয়া পারভীন চলচ্চিত্র অভিনেত্রী,
,মোঃ জামিল হোসেন নৃত্য পরিচালক,হিরা সরকার কোরিওগ্রাফার, শওকত আলী ইমন মিউজিক ডিরেক্টর, দেবাশীষ বিশ্বাস চলচ্চিত্র পরিচালক ও উপস্হাপক,সাব্বির জামান শ্রেষ্ঠ সংগীত আর কতো কাল,পারভেজ খান সুফিয়ান আমার বন্ধুর ও বন্ধু আছে ,শ্রেষ্ঠ সংগীত -২০২৫ ,সৈয়দ অমী পরী পাইছি রে শ্রেষ্ঠ সংগীত -২০২৫
সৈয়দা উজমা হাসান নিউজ প্রেজেন্টার এটিএন নিউজ ,সুলতানা হিমু স্টাফ করেসপনডেন্ট চ্যানেল আই,
রোমান রায় এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন ও দায়ান দায়েম
তরুন শিল্প উদ্যোক্তা।এছাড়া ও বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড প্রদানের পূর্বে বক্তব্যে চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তা ও ব্যান্ড প্রোমোটরদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর।
আমরা এ সংগঠনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান। ঢাকা সহ ৬৪ জেলা এবং উপজেলা গুলোতে দিয়ামনি ই কমিউনিকেশন এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না,সব সময় তাদের খবরা-খবর রাখি।
এছাড়া অনুষ্ঠানটির সহযোগিতা করা দৈনিক কালের সমাজ ,আয়োজক পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার কে কুইন ইনোভেশনস ইন্টারন্যাশনাল,মিডিয়া পার্টনার, এটিএন বাংলা ,প্রিন্ট পার্টনার দৈনিক বাংলাদেশের আলো , অনলাইন পার্টনার একুশে সংবাদ ডটকম এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সব সময় পাশে থাকার আহ্বান জানান ।এ্যাওয়ার্ড প্রদান শেষে তারকা শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।