মোঃ ওমর ফারুক, গাইবান্ধা-
গাইবান্ধায় অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে সদর উপজেলা ও ফুলছড়ি উপজেলায় পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন এবং ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মোঃ নুর মোহাম্মদ জয়।
জানা যায়, গত ১লা আগস্ট (সোমবার) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ২রা আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা পুলিশের সরকারি ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন—এই গ্রেফতারের মধ্য দিয়ে প্রশাসন একটি শক্ত বার্তা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।